Oral Cancer: এই পাঁচটি ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ! সাধারণ একটিও উপসর্গ শরীরে থাকলে সাবধান...! শরীরে বাসা বাঁধছে প্রাণঘাতী রোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Oral Cancer: ওরাল ক্যানসার বা মুখের ক্যানসার প্রতিরোধে প্রথম লক্ষণগুলি চিনে নেওয়া অত্যন্ত জরুরি। এই রোগের পাঁচটি প্রাথমিক উপসর্গ থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক ধাপে ধরা পড়লে প্রাণ বাঁচানো সম্ভব।
advertisement
advertisement
advertisement
advertisement
*মুখে ঘা বা আলসার হলে এবং তা দুই সপ্তাহের মধ্যে না সারলে সেটিকে সাধারণভাবে নেওয়া উচিত নয়। মুখে স্বাভাবিক ঘা সাধারণত দ্রুত সেরে যায়। কিন্তু ওরাল ক্যানসার থাকলে এই ঘাগুলি ভালো হয় না এবং আরও খারাপের দিকে যেতে পারে। এই ঘা ঠোঁট, মাড়ি বা গালের ভিতরে দেখা দিতে পারে। অনেক সময় রক্তপাত বা অস্বস্তি হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*চোয়াল বা জিভ ঠিকমতো না নড়া, চিবাতে বা গিলতে অসুবিধা হওয়া–এই উপসর্গগুলিকে অবহেলা করা যাবে না। এটি মুখের ক্যানসারের সতর্ক সংকেত হতে পারে। অনেক সময় গলায় দলা বা খাবার আটকে থাকার অনুভূতি হয়। যদিও অ্যাসিড রিফ্লাক্স বা সংক্রমণ থেকেও এমনটা হতে পারে, তবুও এটি দীর্ঘদিন চললে উপযুক্ত চিকিৎসা দরকার। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement