Howrah News: নিজে হাতে গড়া প্রতিমা'য় এবার দুর্গা পুজো স্কুল পড়ুয়া শোভনের! লেখা-পড়ার ফাঁকে একটু একটু করে দিন কয়েকের চেষ্টায় প্রতিমা গড়া। গতবারের পর এবার দ্বিতীয় প্রতিমা তৈরি শোভনের। এবার আরও আকর্ষণের প্রতিমা তৈরি করছে ছোট্ট শোভন।