Vaibhav Suryavanshi: কারণ কোনও ব্যাটসম্যান অথবা বোলারের প্রথম ঝলকই বলে দিতে পারে যে, সেই খেলোয়াড় আদৌ লম্বা রেসের ঘোড়া কি না।
দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) ফের নতুন করে নিজের ক্ষমতার পরিচয় দিলেন। লখনউ সুপার জায়ান্টস তাদের অফিসিয়াল এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাঠির এই কৃতিত্বের একটা ছোট ক্লিপ পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, দিগ্বেশ রাঠি। ৫ স্টার। রয়েছে ৫টা স্টার ইমোজি আইকনও।
Preity Zinta: বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার মালিকানাধীন পাঞ্জাব কিংস দলটি আইপিএল ২০২৫-এ চমৎকার পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত রানার্স হয়েছে। এবার কি আরও বড় ধাক্কা আসছে প্রীতির জন্য।
Sanju Samson leave Rajasthan Royals in the next IPL and join KKR or CSK: রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামস কি আগামী আইপিএলে দল বদল করতে চলেছেন?
Shreyas Iyer Reveal His Feelings To PBKS Owner Preity Zinta: ২০১৪ সালের পর এবার প্রথমবারের মতো আইপিএল ফাইনালে জায়গা করে নেয় পঞ্জাব কিংস। আর এই কৃতিত্বের পেছনে অন্যতম বড় ভূমিকা পালন করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
Bengaluru Stampede- সেদিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল সেই যুবকের। তার পর সেই যুবকের দেহ গ্রামে কবর দেওয়া হয়। আর ছেলের কবরের সামনেই সারাদিন বসে রয়েছেন ওই যুবকের বাবা বিটি লক্ষ্মণ।
Virat Kohli- কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ। তিনি অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন, এমনই দাবি তাঁর।
Bengaluru Stampede: যা আশঙ্কা ছিল তাই হল , এবার এফআইআরে নাম এল বিরাট কোহলির...
Indian Cricketer Retierment: তাঁর হাতের জাদুতে বিপক্ষ হত ঘায়েল..
Ajinkya Rahane: এবার আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করেছে কেকেআর। দল খারাপ খেললেও ব্যাটিংয়ে ভাল পারফরম্যান্স করেছেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। এবার বড় সিদ্ধান্ত নিলেন জিঙ্কস।
Chinnaswamy Stadium Stampede Photos: বিরাট কোহলিদের প্রথম আইপিএল জয়ের উৎসবে যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন ৩৩ জন।
Bengaluru Chinnaswamy Stadium Stampede News update: বাইরে পরিবেশও প্রথমে ছিল সম্পূর্ণ উৎসবমুখর। লক্ষ লক্ষ মানুষ ঢোলের তালে নাচছে, পটকা ফাটাচ্ছে এবং বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো খেলোয়াড়দের কাট-আউটে মালা পরিয়ে দিচ্ছে। কিন্তু ভিড় বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
RCB Star Krunal Pandya Create An Unique World Record: ফাইনালে ১৯০ রান ডিফেন্ড করতে নেমে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দু'উইকেট তুলে নেন ক্রুণাল পান্ডিয়া। ১২টি ডট বল করার পাশাপাশি একটি অনন্য নজিরও গড়েন ক্রুণাল।
১৮ বছরের অপেক্ষার অবসান। বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরশুমের শুরু থেকেই ট্রফি জেতার অন্যতম দাবিদার ছিল আরসিবিই । বোলিং, ব্যাটিং সব বিভাগেই নিজেদের মেলে ধরেছিলেন বিরাট-জশ হ্যাজলউডরা। তারকাখচিত এই টিমকে এক সুতোয় বেঁধেছেন এক তরুণ নেতা। তিনি আর কেউ নন, রজত পাতিদার।
RCB IPL 2025 Champion: আরসিবি প্রথমবার আইপিএল জিতলেও এই দলে এমন এক ক্রিকেটার রয়েছে যার বাড়িতে মোট ৯টি আইপিএল ট্রফি রয়েছে। শুনতে অবাক লাগলেও এটি সত্যি।
Premamand Maharaj's words of wisdom for Virat and Anushka: কাটল প্রায় ১৮ বছরের খরা। অবশেষে আইপিএল-এর প্রথম জয়ের খেতাব এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হাতে।
Shreyas Iyer: দল হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ শ্রেয়স। তিনি গোটা প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করেও দলকে চ্যাম্পিয়ন করতে পারলেন না। ম্যাচে প্রথম থেকেই পঞ্জাব লড়াই চালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত প্রীতি জিন্টার দল হারে ৬ রানে ৷
Virat Kohli Give Big Reaction On His IPL Retirement: আইপিএল ২০২৫-এর মেগা ফাইনালে পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হারিয়ে প্রথমবারের জন্য ট্রফি ঘরে তুলেছে আরসিবি। ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির।
Anushka Kisses Emotional Virat Kohli: ম্যাচ শেষে নিজেদের আবেগ উজাড় করে দিলেন। অনুষ্কার কাঁধে মুখ গুঁজে রেখে নিজেকে আবেগ ভাসিয়ে দিলেন বিরাট। সেইসঙ্গে পুরো দুনিয়ার সামনে জানিয়ে দিলেন যে এই দীর্ঘ যাত্রাপথটায় কীভাবে তাঁর পাশে থেকেছেন অনুষ্কা।
Virat Kohli Emotional after RCB Lift maiden IPL Trophy: কোহলি বলেন, এত বছর অপেক্ষা করতে করতে এক সময় মনে হয়েছিল আইপিএল হয়তো আর জিততেই পারবেন না। সেই লক্ষ্যপূরণ হওয়ার পর এ বার শিশুদের মতো ঘুমোবেন তিনি।