Virat Kohli: বিরাট কোহলি গ্রেফতার হবেন? পুলিশ জানিয়ে দিল 'বড় কথা', পদপিষ্টের ঘটনায় নতুন মোড়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli- কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ। তিনি অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন, এমনই দাবি তাঁর।
advertisement
1/6

আরসিবির আইপিএল ট্রফি জয়। তার পর চিন্নাস্বামীর বাইরে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন হল, বিরাট কোহলিকে কি তা হলে পুলিশি ঝামেলা পোহাতে হবে!
advertisement
2/6

বেঙ্গালুরু পুলিশ স্পষ্ট জানিয়েছে, অভিযোগ জমা পড়লেও এই মুহূর্তে নতুন করে কোনও এফআইআর দায়ের করা হবে না। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে নথিভুক্ত মামলার তদন্ত চলছে। আর সেই তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হবে অভিযোগ।
advertisement
3/6
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান ১১ জন। তার পরই বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কোহলিকে দায়ী করে স্থানীয় সমাজকর্মী এএম বেঙ্কটেশ থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
4/6
কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ। তিনি অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন, এমনই দাবি তাঁর। পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও কেন উৎসব চলল, সেটাও জানতে চান তিনি।
advertisement
5/6
কাবন পার্ক থানার তরফে জানানো হয়, বেঙ্কটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে। তদন্ত প্রক্রিয়া চলছে। ফলে এই সময় অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, এটাও জানানো হয়েছে।
advertisement
6/6
ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে, আরসিবির ট্রফি জয় ও পদপিষ্টের ঘটনার পর কোহলি তাঁর স্ত্রী, সন্তানদের নিয়ে চলে গিয়েছেন লন্ডনে।