TRENDING:

রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন! কেকেআরে আসছেন অধিনায়ক হয়ে? না অন্য কোনও দল! তুমুল জল্পনা

Last Updated:
Sanju Samson leave Rajasthan Royals in the next IPL and join KKR or CSK: রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামস কি আগামী আইপিএলে দল বদল করতে চলেছেন?
advertisement
1/7
রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন! কেকেআরে আসছেন অধিনায়ক হয়ে? না অন্য কোনও দল! তুমুল জল্পনা
রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামস কি আগামী আইপিএলে দল বদল করতে চলেছেন? তারকা ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। সৌজন্যে একটি পোস্ট। এমনকী কোন দলে যেতে পারেন সঞ্জু সেই পোস্টে নাকি তারও ইঙ্গিত রয়েছে। ইতিমধ্যেই সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
advertisement
2/7
সম্প্রতি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন “Time to MOVE..!!” তাঁর পোস্টের মানে 'সরে বা চলে যাওয়ার সময়'। তাঁর এই লেখাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি কি রাজস্থান ছাড়ার কথা বোঝাতে চেয়েছেন? পোস্টে একটি হলুদ দাগও দেখা গিয়েছে রাস্তায়। অনেক ভক্তই ধারণা করছেন, এটি চেন্নাই সুপার কিংসের রঙের ইঙ্গিত।
advertisement
3/7
স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের অধিনায়ক। তার অধীনে দল আইপিএল ২০২২-এর ফাইনালে পৌঁছেছিল এবং এখন পর্যন্ত ৩৩টি ম্যাচে জয় পেয়েছে। তবে ধারাবাহিকভাবে ট্রফি না পাওয়ায় এবং দলের কিছু সিদ্ধান্তে অসন্তোষ থাকলে, স্যামসনের অন্য ফ্র্যাঞ্চাইজির প্রতি আগ্রহ স্বাভাবিক। সেই কারণেই এই পোস্ট ঘির এত চর্চা।
advertisement
4/7
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলাটা স্যামসনের জন্য আবেগের ব্যাপার হতে পারে। কেরলের বাসিন্দা হলেও দক্ষিণ ভারতের হয়ে খেলার আবহ তাঁর জন্য পরিচিত। সিএসকেতেও মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি খোঁজা হচ্ছে। যেখানে রুতুরাজ গায়কওয়াড় অধিনায়ক হলেও, অভিজ্ঞ একজন উইকেটকিপার ব্যাটারের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। স্যামসনের নেতৃত্বগুণ এবং ব্যাটিং ফর্ম তাকে সম্ভাব্য বিকল্প করে তোলে।
advertisement
5/7
অন্যদিকে, সঞ্জু স্যামসন যদি সত্যিই দল ছাড়ে তাহলে তাঁকে পেতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্সও। এমনিতেও কেকেআর স্যামসনের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি। যদিও তিনি মূল একাদশে খেলেননি। তবে তাদের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে। এমনিতেও এবারের ব্যর্থতার পর আগামী মরশুমে কেকেআরের বড় পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
6/7
এমনকী রাহানের পরিবর্তে নতুন কোনও অধিনায়কও খুঁজতে পারে নাইটরা। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন যদি নিলামে উপলব্ধ হন তাহলে কেকেআরের জন্য এর থেকে ভাল অপশন আর কিছুই হতে পারে না। নাইট রাইডার্স সুনির্দিষ্ট কৌশলের অধীনে খেলছে এবং স্যামসনের মতো ফর্মে থাকা মিডল-অর্ডার ব্যাটার ও উইকেটকিপারের চাহিদা তাদের মধ্যেও রয়েছে।
advertisement
7/7
তবে রাজস্থান রয়্যালস চাইলে তাকে ধরে রাখতে পারে। আবার ট্রেড, রিলিজ বা নিলামের মাধ্যমে যেকোনো পরিবর্তন সম্ভব। যদিও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ও ব্যক্তি সঞ্জু স্যামসন এবিষয়ে কোনও মুখ খোলেনি। সবমিলিয়ে, স্যামসনের পোস্ট যতই ইঙ্গিতবাহী হোক না কেন, পরবর্তী আইপিএলের আগে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন! কেকেআরে আসছেন অধিনায়ক হয়ে? না অন্য কোনও দল! তুমুল জল্পনা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল