TRENDING:

Virat Kohli: চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে অবসর নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন কোহলি! দিলেন 'বিরাট' প্রতিক্রিয়া

Last Updated:
Virat Kohli Give Big Reaction On His IPL Retirement: আইপিএল ২০২৫-এর মেগা ফাইনালে পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হারিয়ে প্রথমবারের জন্য ট্রফি ঘরে তুলেছে আরসিবি। ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির।
advertisement
1/6
চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে অবসর নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন কোহলি! দিলেন 'বিরাট' প্রতিক্রিয়া
আইপিএল ২০২৫-এর মেগা ফাইনালে পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হারিয়ে প্রথমবারের জন্য ট্রফি ঘরে তুলেছে আরসিবি। ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির। (Photo Courtesy- AP)
advertisement
2/6
অবশেষে আইপিএল জিতে নিজের আবগ ধরে রাখতে পারেনি বিরাট কোহলি। শেষ ওভারে জয় নিশ্চিত হতে মাঠেই কেঁদে ফেলেছিলেন বিরাট। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে আবেগে পরিপূর্ণ ছিল প্রতিটি কথা। মুখ খুললেন নিজের আইপিএল অবসর নিয়েও। (Photo Courtesy- AP)
advertisement
3/6
বিরাট কোহলি বলেন, "আমার হৃদয় ব্যাঙ্গালোরের সঙ্গে, আমার আত্মা ব্যাঙ্গালোরের সঙ্গে এবং যতদিন আমি আইপিএল খেলব, এই দলটির হয়েই খেলব। আজ রাতে আমি শিশুর মতো ঘুমাবো।" কোহলির এহেন মন্তব্য মন ছুঁয়ে যায় সকলের। (Photo Courtesy- AP)
advertisement
4/6
কাপ জয়ের পরে কোহলি আরসিবি সমর্থকদের একটি খুশির খবর দেন। অবসর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,"আমার কাছে এই খলা চালিয়ে যাওয়ার এখনও অনেক বছর সুযোগ রয়েছে। অবসরের এখনও সময় আছে। যত দিন খেলব আরসিবির হয়ে নিজের সবটুকু দিয়ে খেলব।" (Photo Courtesy- AP)
advertisement
5/6
এছাড়া কোহলি ঈশ্বরকেও ধন্যবাদ দিয়েছেন অবশেষে তার কোলে আইপিএল ট্রফিটি উপহার দেওয়ার জন্য। তবে কোহলির আইপিএল জিতলে অবসর নিতে পারে সেই জল্পনায় ইতি টেনেছেন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
আরও কিছু বছর আরসিবির হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর আগেও আরসিবির হয়ে একটানা ২ বছর খেলতে চান বলে জাবিয়েছিলেন বিরাট। সব মিলিয়ে আরসিবির ট্রফি জয়ের পর কোহলির অবসর না নেওয়া বেঙ্গালুরু ফ্যানেদের আনন্দ দ্বিগুণ করেছে। (Photo Courtesy- AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli: চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে অবসর নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন কোহলি! দিলেন 'বিরাট' প্রতিক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল