RCB IPL 2025 Champion: কোন আরসিবি তারকার 'বাড়িতে' রয়েছে ৯টি আইপিএল ট্রফি? যেই নজির বিশ্বে কারও নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB IPL 2025 Champion: আরসিবি প্রথমবার আইপিএল জিতলেও এই দলে এমন এক ক্রিকেটার রয়েছে যার বাড়িতে মোট ৯টি আইপিএল ট্রফি রয়েছে। শুনতে অবাক লাগলেও এটি সত্যি।
advertisement
1/5

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল ট্রফি ঢুকেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে। রুদ্ধশ্বাস ফাইনালে পঞ্জাবকে ৬ রানে হারায় আরসিবি। (Photo Courtesy- AP)
advertisement
2/5
দেড় যুগ ধরে লড়াই করার পর চ্য়াম্পিয়নের স্বাদ পাওয়ায় আবেগে ভেসেছেন কোহলি থেকে শুরু করে অন্যান্য আরসিবি তারকারা। তারমধ্যে একজন আরসিবি তারকা গড়লেন এমন নজির যা কারও নেই। (Photo Courtesy- AP)
advertisement
3/5
আরসিবি প্রথমবার আইপিএল জিতলেও এই দলে এমন এক ক্রিকেটার রয়েছে যার বাড়িতে মোট ৯টি আইপিএল ট্রফি রয়েছে। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। (Photo Courtesy- AP)
advertisement
4/5
শেষ ১১টি মরশুমে ন'টি আইপিএল ট্রফি ঢুকেছে সেই বাড়িতেই। সেই বাড়ি বা পরিবার হল পান্ডিয়া পরিবার। এবার নিয়ে মোট চারবার আইপিএল ট্রফি জিতলেন দাদা ক্রুণাল। আর ভাই হার্দিকের ঝুলিতে আছে পাঁচটি ট্রফি। (Photo Courtesy- IPL X)
advertisement
5/5
শুধু তাই নয় দুই ভাই একসঙ্গে একই দলে থাকাকালীন জমিতেছেন ৩টি আইপিএল ট্রফি। ক্রুণাল ম্যাচ শেষে বলেন, ‘আমি হার্দিককে বলছিলাম যে পান্ডিয়া বাড়িতে ১১ বছরে ন'টি আইপিএল ট্রফি হবে।’ (Photo Courtesy- IPL X)