TRENDING:

ইংল্যান্ডে শুরু জোর চর্চা, কেউ দাঁড়াতে পারবে না এই দুর্ধর্ষ খেলোয়াড়ের সামনে ! আইপিএল-এ বৈভবের রেকর্ড-ভাঙা শতরানের প্রশংসায় পঞ্চমুখ বাটলার

Last Updated:
Vaibhav Suryavanshi: কারণ কোনও ব্যাটসম্যান অথবা বোলারের প্রথম ঝলকই বলে দিতে পারে যে, সেই খেলোয়াড় আদৌ লম্বা রেসের ঘোড়া কি না।
advertisement
1/5
কেউ দাঁড়াতে পারবে না এই দুর্ধর্ষ খেলোয়াড়ের সামনে ! বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বাটলার
কথায় আছে, ট্রেলার দেখলেই বোঝা যায় ছবিটা কেমন হবে! এই প্রচলিত কথাটা কিন্তু বাইশ গজের লড়াইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ কোনও ব্যাটসম্যান অথবা বোলারের প্রথম ঝলকই বলে দিতে পারে যে, সেই খেলোয়াড় আদৌ লম্বা রেসের ঘোড়া কি না। আর কোনও খেলোয়াড়ের মধ্যে যদি সেই প্রতিভার ঝলক দেখা যায়, তাহলে তাঁকে নিয়েই শুরু হয় চর্চা। যেমন অনেকেই বৈভব সূর্যবংশীকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু করে দিয়েছেন।
advertisement
2/5
ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার তো রীতিমতো বাজি লাগিয়েছেন রাজস্থান রয়্যালসের মাত্র ১৪ বছর বয়সী খেলোয়াড় বৈভব সূর্যবংশীর উপরে। এমনকী, বৈভবের ব্যাটিং নিয়ে বড়সড় বিবৃতিও জারি করেছেন। আসলে ভারতের তুখোড় ব্যাটসম্যান যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ব্যাটসম্যান ব্রায়ান লারার সঙ্গে বৈভবের ব্যাটিংয়ের তুলনা করেছেন বাটলার। তাঁর বক্তব্য, “ওই দুই কিংবদন্তির মতোই বৈভবের ব্যাট স্যুইং দুর্দান্ত এবং ক্লাসিক। সেই কারণেই বৈভব একের পর এক লম্বা লম্বা ওভার বাউন্ডারি হাঁকাতে পারে।”
advertisement
3/5
বৈভবের শতরানের গল্প বললেন বাটলার: ব্রড নিজের পডকাস্টে বৈভবের শতরানের বিষয়ে বাটলারকে প্রশ্ন করেছিলেন। জবাবে ইংলিশ উইকেটকিপার বলেন যে, “ছেলেটি আমার থেকে ২০ বছরের ছোট। আর ময়দানে রীতিমতো ঝড় তুলছে। আর শুধুমাত্র ছক্কাই হাঁকাচ্ছে না, তা-ও এতটা বড় বড় ছয়! আবার কোনও সাধারণ বোলারের বলে ওর এই ঝোড়ো ব্যাটিং নয়, বরং বিশ্বের সেরা টি২০ বোলার রশিদ খানের মতো খেলোয়াড়ের বলে দুর্দান্ত ব্যাটিং করছে। এই ধরনের দুর্ধর্ষ বোলারদের বলে নিজের ইচ্ছেমতো ছয় হাঁকাচ্ছে এবং কখনওই কখনও তো কী অনায়াসে রান নিয়ে নিচ্ছে! এহেন পারফরম্যান্স দেখে আমি তো চমকে গিয়েছি।”
advertisement
4/5
বাটলার আরও বলেন যে, “বৈভবের ব্যাটিংয়ের ফ্লো অনেকটা যুবরাজ সিং এবং ব্রায়ান লারার মতো। ওর টেকনিক এবং আত্মবিশ্বাস দেখে তো আমি অবাক।” বৈভবের ব্যাট স্যুইং ওকে সাফল্যের শিখরে নিয়ে যাবে: আইপিএল সিজন ১৮-য় গুজরাতের হয়ে খেলেছেন বাটলার। স্টুয়ার্ট ব্রডের পডকাস্টে বৈভবের ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে শতরানের প্রসঙ্গ টেনে এনে বাটলার বলেন যে, ক্রিজে এসে প্রথম বলেই দুর্ধর্ষ ছয় হাঁকিয়েছিলেন বৈভব। ক্রিকেটের বিষয়ে সে অনেকটাই সোজা-সাপ্টা। আর এটাই তাঁকে অত্যন্ত বিপজ্জনক ও দুর্ধর্ষ ব্যাটসম্যান বানাবে। এই প্রসঙ্গে স্টুয়ার্ট ব্রড বাটলারকে বলেন যে, এই মরশুমের নিলামে রাজস্থান রয়্যাল যখন মাত্র ১৪ বছর বয়সী একজন খেলোয়াড়কে কিনেছিল, সেটা দেখে তখনই আমি বেশ অবাক হয়েছিলাম।
advertisement
5/5
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বৈভবের ইনিংসের কথা স্মরণ করে বাটলার বলেন যে, আমি ওর ম্যাচ দেখছিলাম এবং বিশেষ করে টিভিতে ওর ব্যাটিং মন দিয়ে দেখেছিলাম। আর ভাবছিলাম যে, এই বাচ্চাটা আমার দেখা সবথেকে দুর্দান্ত খেলোয়াড়। এটা স্পষ্ট যে, ইংল্যান্ডে পৌঁছলে বৈভবের ব্যাটিংয়ের ঝলক দেখার জন্য জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন সমস্ত কিংবদন্তিরা। কারণ ইতিমধ্যেই বৈভব বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় নিজের ছাপ রেখেছে।
বাংলা খবর/ছবি/খেলা/
ইংল্যান্ডে শুরু জোর চর্চা, কেউ দাঁড়াতে পারবে না এই দুর্ধর্ষ খেলোয়াড়ের সামনে ! আইপিএল-এ বৈভবের রেকর্ড-ভাঙা শতরানের প্রশংসায় পঞ্চমুখ বাটলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল