Virat Kohli-Anushka Sharma: ‘অনুষ্কা অত্যন্ত গর্বিত হবে...’ কেঁদে ফেললেন আবেগপ্রবণ বিরাট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Anushka Kisses Emotional Virat Kohli: ম্যাচ শেষে নিজেদের আবেগ উজাড় করে দিলেন। অনুষ্কার কাঁধে মুখ গুঁজে রেখে নিজেকে আবেগ ভাসিয়ে দিলেন বিরাট। সেইসঙ্গে পুরো দুনিয়ার সামনে জানিয়ে দিলেন যে এই দীর্ঘ যাত্রাপথটায় কীভাবে তাঁর পাশে থেকেছেন অনুষ্কা।
advertisement
1/5

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ৷ অবশেষে স্বপ্ন হল পূরণ ৷ আইপিএলের জন্মলগ্ন থেকে একটাই দলে খেলে এসেছেন বিরাট কোহলি ৷ অনেক ব্যর্থতা, হারের দুঃখ সহ্য করেছেন ৷ ট্রফি জয়ের অনেক কাছে পৌঁছেও তা অধরাই থেকেছে ৷ বিরাট কোহলির যাত্রাটা শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। ২০১৪ সাল থেকে সেই যাত্রাপথের সঙ্গী হিসেবে পেয়েছেন অনুষ্কা শর্মাকে। বছরের পর বছর ধরে দু'জনে মিলে যে দিনটার অপেক্ষা করে যাচ্ছিলেন, অবশেষে সেই মুহূর্তটা এল। পূরণ হল দু'জনের স্বপ্ন। (Photo: X)
advertisement
2/5
আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ম্যাচ জেতার পর মাঠের মধ্যেই আবেগে ভাসলেন বিরাট, অনুষ্কা দু’জনেই ৷ কেঁদে ফেললেন বিরাট। চোখ ছলছল করে উঠল অনুষ্কার। আর তারপর দু'জনে যখন একে অপরকে জড়িয়ে ধরলেন, তখন নিজেদের আবেগ উজাড় করে দিলেন। অনুষ্কার কাঁধে মুখ গুঁজে রেখে নিজেকে আবেগ ভাসিয়ে দিলেন বিরাট। সেইসঙ্গে পুরো দুনিয়ার সামনে জানিয়ে দিলেন যে এই দীর্ঘ যাত্রাপথটায় কীভাবে তাঁর পাশে থেকেছেন অনুষ্কা। (Photo: AP)
advertisement
3/5
বিরাট এদিন বলেন, ‘‘অনুষ্কা ২০১৪ সাল থেকে এখানে আসছে। ১১ বছর ধরে আরসিবিকে সমর্থন করছে। অর্থাৎ ওরও ১১ বছর হয়ে গেল। মাঠে এসে ম্যাচের পর ম্যাচ দেখেছে। হতাশাজনক ম্যাচ দেখেছে। একটুর জন্য আমাদের ট্রফি হাতছাড়া করতে দেখেছে। আপনি যাতে খেলতে পারেন, সেটার জন্য আপনার জীবনসঙ্গী যা সব করে, যে সব ত্যাগ স্বীকার করে, অঙ্গীকার প্রকাশ করে, যে কোনও পরিস্থিতিতে আপনাকে সমর্থন করে, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’’ (Photo: AP)
advertisement
4/5
এই ট্রফি ক্রিকেটজীবনে কতটা গুরুত্বপূর্ণ? বিরাটের কথায়, “সত্যি বলতে, এই ট্রফি জয় অনেকটা উপরের দিকেই থাকবে। গত ১৮ বছর ধরে নিজের সবটা এই দলকে দিয়েছি। কখনও কখনও মনের মধ্যে বিভিন্ন ভাবনাচিন্তা এসেছে। তবু এই দলের সঙ্গে থেকে গিয়েছি। সমর্থকদের পাশে দাঁড়িয়েছি, ওঁরাও আমার পাশে দাঁড়িয়েছে। ওঁদের সঙ্গেই জেতার স্বপ্ন দেখেছি। ট্রফি জয়টা আরও ভাল লাগছে কারণ আমার হৃদয় এবং আত্মা রয়েছে বেঙ্গালুরুর সঙ্গেই। আইপিএলের শেষ দিন পর্যন্ত এই দলের সঙ্গেই থাকব।” (Photo: AP)
advertisement
5/5
কোহলির সংযোজন, “কোনও দিন ভাবিনি এই দিনটা দেখতে পারব। তাই শেষ বলটা হওয়ার পর নিজের আবেগ আর সামলাতে পারিনি। নিজের শক্তির প্রত্যেকটা আউন্স এই দলটাকে দিয়েছি।”