TRENDING:

IPL 2025 Winner: বিরাটের সাফল্যের দিনে ব্যর্থ শ্রেয়স, ‘এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে...’ হারের পর বললেন পঞ্জাব অধিনায়ক

Last Updated:
Shreyas Iyer: দল হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ শ্রেয়স। তিনি গোটা প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করেও দলকে চ্যাম্পিয়ন করতে পারলেন না। ম্যাচে প্রথম থেকেই পঞ্জাব লড়াই চালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত প্রীতি জিন্টার দল হারে ৬ রানে ৷
advertisement
1/6
বিরাটের সাফল্যের দিনে ব্যর্থ শ্রেয়স, ‘এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে..’ বললেন অধিনায়ক
পরপর দু’বছর অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জয়ের হাতছানি ছিল ৷ গত বছর কেকেআর-কে চ্যাম্পিয়ন করেও সেই দলে জায়গা হয়নি ৷ পঞ্জাব কিংসের হয়ে এবছর সেই ‘বদলা’-টাই নেওয়ার দারুণ সুযোগ ছিল শ্রেয়স আইয়ারের সামনে ৷ কিন্তু মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই আশা পূরণ হল না পঞ্জাব অধিনায়কের ৷ শেষ হাসি হাসলেন বিরাটই ৷ ৬ রানে জিতে আইপিএলের নতুন চ্যাম্পিয়ন এবার আরসিবি ৷ (Photo: AP)
advertisement
2/6
পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স এদিন নায়ক হতে পারতেন। গতবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার পঞ্জাবের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন শ্রেয়াস। কিন্তু তাঁর দল ৬ রানে হেরে যাওয়ায় পরপর দু'বছর দু'টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল জেতার নজির গড়তে পারলেন না শ্রেয়াস। তিনি ফাইনালে একাধিক ভুল করলেন। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কাজে লাগল না। ব্যাট হাতেও সাফল্য পেলেন না শ্রেয়স ৷ চার নম্বরে ব্যাটিং করতে নেমে ২ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান। (Photo: AP)
advertisement
3/6
দল হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ শ্রেয়স। তিনি গোটা প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করেও দলকে চ্যাম্পিয়ন করতে পারলেন না। ম্যাচে প্রথম থেকেই পঞ্জাব লড়াই চালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত প্রীতি জিন্টার দল হারে ৬ রানে ৷ (Photo: AP)
advertisement
4/6
ম্যাচ শেষে এদিন শ্রেয়স আইয়ার বলেন, “সত্যি কথা বলতে আমি খুবই হতাশ হয়েছি। কিন্তু আমাদের ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে লড়াই করেছে। এর কৃতিত্ব আমাদের সাপোর্ট স্টাফ, মালিক এবং প্রতিটি ব্যক্তির যারা আমাদের যাত্রায় অংশগ্রহণ করেছেন। ফাইনালে আমি ব্যক্তিগতভাবে মনে করি ২০০ রান এক ইনিংসে পর্যাপ্ত ছিল। আরসিবি অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে ক্রুণাল পান্ডিয়ার কথা বলতে হয়, ও অনেক অভিজ্ঞ। আমার মতে এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’’
advertisement
5/6
শ্রেয়স আরও বলেন, ‘‘আমি আমার ক্রিকেটারদের নিয়ে গর্বিত। অনেক তরুণ ক্রিকেটার আছেন যারা প্রথম মরশুমেই অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের ছাড়া দল ফাইনালে পৌঁছাত না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি‌। আমাদের একসঙ্গে এখানে থাকতে হবে এবং পরের বছর ট্রফি জিততে হবে। আমরা প্রতিটা ম্যাচেই জয়ের বিশ্বাস নিয়ে খেলেছি। আশা করি পরের বছর আমরা আরও ভাল খেলতে পারব।” (Photo: AP)
advertisement
6/6
১৯১ রান তাড়া করতে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় পঞ্জাব । অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ১ রান করেই এদিন আউট হন । শশাঙ্ক সিং ৩০ বলে ৬১ রান করে লড়াই চালালেও শেষ পর্যন্ত প্রীতি জিন্টার দল ৬ রানে হার হজম করে ৷ (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2025 Winner: বিরাটের সাফল্যের দিনে ব্যর্থ শ্রেয়স, ‘এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে...’ হারের পর বললেন পঞ্জাব অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল