পশ্চিম মেদিনীপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানে গোপীবল্লভপুরের অরণ্য, ঝাড়গ্রামের প্রাকৃতিক দৃশ্য, মেদিনীপুর শহরের রাজবাড়ি, দন্তেশ্বর মন্দির ও গোপীনাথপুর দুর্গ উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। খড়গপুর শহর থেকে কাছাকাছি দারকেশ্বরী ও মেদিনীপুর শহরের ঐতিহাসিক স্থান রয়েছে রয়েছে ঝাড়গ্রামের রাজবাড়ি
Kolkata News: সাতসকালে শহরে দু-দুটি জায়গায় ফের ইডির হানা। কেন্দ্রীয় তদন্তকারী দল সকাল ৬টা নাগাদ পৌঁছয় হোটেলের ব্যবসায়ী জগজিৎ সিংয়ের বাড়িতে। সূত্রের খবর, জগজিৎ সিংয়ের ব্যবসার টাকা কোন কোন খাতে গিয়েছে সেই বিষয়ের তদন্ত করতেই বাড়িতেই পৌঁছেছে Ed।
আবার এসপ্ল্যানেড থেকে খড়গপুর বা ঝাড়গ্রামের বাস পাওয়া যায়, সড়কপথে প্রায় ৪–৫ ঘণ্টায় পৌঁছানো সম্ভব।
কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরে পৌঁছানো বেশ সহজ। হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলে, সময় লাগে প্রায় ২.৫–৩ ঘণ্টা। খড়গপুর থেকে ঝাড়গ্রাম যেতে আরও ১ ঘণ্টা লাগে।