পশ্চিম মেদিনীপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানে গোপীবল্লভপুরের অরণ্য, ঝাড়গ্রামের প্রাকৃতিক দৃশ্য, মেদিনীপুর শহরের রাজবাড়ি, দন্তেশ্বর মন্দির ও গোপীনাথপুর দুর্গ উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। খড়গপুর শহর থেকে কাছাকাছি দারকেশ্বরী ও মেদিনীপুর শহরের ঐতিহাসিক স্থান রয়েছে রয়েছে ঝাড়গ্রামের রাজবাড়ি

শীত যাই যাই করেও যাচ্ছে না, আরও এক সপ্তাহ থাকবে শীতের হাওয়া, ঠান্ডার প্রভাব জেলায়-জেলায়
দাদুর বয়সে অসঙ্গতি! SIR-এ ডাক পেলেন মিমি, দেবের পর এবার হিয়ারিং-এ প্রাক্তন সাংসদ
ঠাকুরদা-র সঙ্গে বয়সের গ্যাপ নিয়ে প্রশ্ন, বাবার নামে গরমিল, এসআইআর শুনানিতে মিমি, দেখুন
এসআইআর নিয়ে ফের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীর

শনিবারই রাজ্য কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নিলেন আইপিএস সুপ্রতিম সরকার৷ দায়িত্ব নিয়েই কলকাতা পুলিশের সমস্ত ওসিকে নিয়ে মিটিং করলেন সুপ্রতিম সরকার৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিলেন নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা৷ সুপ্রতিম জানালেন, ‘‘অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনও রকম বাহানা চলবে না। এটা আমার জুড়িডিকশন বা এক্তিয়ার নয়, অভিযোগ গ্রহণ করলাম না, এহেন কাজ যেন না হয়৷’’ অর্থাৎ কেউ বিপদে পড়ে যে থানাতেই অভিযোগ জানতে এলে তাকে ফেরানো যাবে না। অভিযোগ গ্রহণ করতে হবে।জিরো এফআইআরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন পুশিল কমিশনার৷






আবার এসপ্ল্যানেড থেকে খড়গপুর বা ঝাড়গ্রামের বাস পাওয়া যায়, সড়কপথে প্রায় ৪–৫ ঘণ্টায় পৌঁছানো সম্ভব।
কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরে পৌঁছানো বেশ সহজ। হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলে, সময় লাগে প্রায় ২.৫–৩ ঘণ্টা। খড়গপুর থেকে ঝাড়গ্রাম যেতে আরও ১ ঘণ্টা লাগে।