Durga Puja 2025: ঢাকে কাঠি পড়ে গেছে। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা ঘটে গেছে। এখন শুধু মায়ের মর্ত্যে আগমনের অপেক্ষা । আর শহরের পুজোগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে জেলার পুজোগুলোও । হাওড়ার উলুবেড়িয়ার দুর্গাপুজো গাইড ম্যাপ ২০২৫-এর জন্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশ একটি ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করেছে।
দক্ষিণী মন্দিরের আদলে সেজে উঠেছে একডালিয়া এভারগ্রিন!