দার্জিলিংকে বলা হয় ‘শৈল রানী’। বছরের ১২ মাস নানা রূপে সাজে এই পাহাড়ি শহর। সকালে যখন টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যের প্রথম কিরণে সোনালি হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা, তখন মনে হয় প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস সামনে মেলে ধরা। আঁকাবাঁকা পাহাড়ি পথে ছুটে চলে টয় ট্রেন, চারদিকে চা-বাগানের সবুজ সমারোহ দার্জিলিংকে দেয় এক বিশেষ পরিচিতি। এছাড়াও রয়েছে টাইগার হিল, রোপওয়ে, রক গার্ডেন, পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক, পিস প্যাগোডা কিংবা আলুবাড়ির চা-বাগান—প্রতিটি জায়গাই যেন নিজস্ব গল্প বলে।
SIR in West Bengal:প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক বা সরকারি দফতরে স্থায়ীভাবে কর্মরত কর্মীদের এই পদে নিয়োগ করবে।
এছাড়াও ধর্মতলা থেকে প্রতিদিন শিলিগুড়ি বাস স্টেশন পর্যন্ত সরকারি ও বেসরকারি বাস পরিষেবা পাওয়া যায়।
কলকাতা শিয়ালদা এবং হাওড়া থেকে অসংখ্য এক্সপ্রেস ট্রেন রয়েছে দার্জিলিঙে আসার, আপনাকে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।