Sikkim: ঐতিহ্য-অ্যাডভেঞ্চারের মিলন! পুজোর সময় খুলে গেল গ্নাথং পার্ক! এক ক্লিকে জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim: পুজোর আগেই গ্নাথং-এ ১২,৮০০ ফুট উচ্চতায় ওল্ড সিল্ক রুট ইকো-ট্যুরিজম ও অ্যাডভেঞ্চার পার্ক উদ্বোধন করলেন সহকারিতা ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী অরুণ কুমার উপ্রেতি।
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: পুজোর আগেই গ্নাথং-এ ১২,৮০০ ফুট উচ্চতায় ওল্ড সিল্ক রুট ইকো-ট্যুরিজম ও অ্যাডভেঞ্চার পার্ক উদ্বোধন করলেন সহকারিতা ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী অরুণ কুমার উপ্রেতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও নারী, শিশু, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দফতরের উপদেষ্টা পামিন লেপচা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা, স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এবং এলাকার বাসিন্দারা।
advertisement
*মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি কর্তৃক নির্মিত পার্কে রয়েছে ইম্পোরিয়াম, জাদুঘর, সিল্ক রুটের প্রতিরূপ, জেলেপ লা তাঁবু, ঝুলুক মডেল। রক ক্লাইম্বিং, হাইকিং, সাইক্লিং, স্কিইং, স্নোবোর্ডিং, জিপ লাইনিং, বোটিং ও রাত্রীকালীন ক্যাম্পিং-এর মতো অ্যাডভেঞ্চার কার্যক্রমের সুযোগ থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ও ৩০০ টাকা, যার মধ্যে ঐতিহ্যবাহী পোশাক পরিধানের সুযোগ অন্তর্ভুক্ত।
advertisement
advertisement
*মন্ত্রী অরুণ কুমার উপ্রেতি বলেন, গ্নাথং-এ “একটি অমূল্য রত্ন, যা স্থানীয় সমবায়ের উদ্যোগে নতুন দিশা পাচ্ছে।” তিনি সীমান্ত অঞ্চলে টেকসই জীবিকা, পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক প্রচারের উপর গুরুত্বারোপ করেন। পামিন লেপচা বলেন, এই প্রকল্প গ্রামীণ পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রে মাইলফলক এবং সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ।
advertisement
*জাদুঘরে রয়েছে যাক রাখালের ব্যবহার্য সামগ্রী, ব্রিটিশ যুদ্ধস্মারক, নাথুলার বীর শহিদদের কাহিনী, বাবা হরভজন সিং, নাথুলা-চো-লা যুদ্ধ ও ডোকলাম অচলাবস্থা-র প্রদর্শনী। বিশেষ অবদানের জন্য সাতজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও MPCS ভবিষ্যতে পার্কে আরও নতুন কার্যক্রম চালু করবে, যা পর্যটন ও স্থানীয় জীবিকা উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার খুলবে।