Sikkim: এবার পুজোর সেরা চমক! আবার খুলে যাচ্ছে স্বর্গের মতো সেই জায়গা, প্রতিদিন ২৫টি পর্যটক গাড়ি ও ২৫ বাইকের অনুমতি! যাবেন নাকি?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim: সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পর্যটন ও সিভিল অ্যাভিয়েশন দফতরের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই মিলবে পারমিট।
advertisement
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পর্যটন ও সিভিল অ্যাভিয়েশন দফতরের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই মিলবে পারমিট। এর জন্য এক রাতের হোটেল বুকিং কনফার্মেশন আবশ্যক। প্রতি পর্যটকের জন্য নির্ধারিত হয়েছে ১১২০ টাকা ফি, যার মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত। সরকারি কর্মচারীরা অবশ্য এই ফি থেকে ছাড় পাবেন।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এই দুর্গম পথে প্রতিদিন মাত্র ২৫টি পর্যটক গাড়ি ও ২৫ জন বাইকার প্রবেশ করতে পারবেন। ১৪০০ সিসি বা তার বেশি ক্ষমতাসম্পন্ন গাড়িই অনুমোদিত, এবং কেবলমাত্র নিবন্ধিত ট্রাভেল অপারেটরের গাড়ি চলাচল করতে পারবে। ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে—দুই দিনের জন্য ক্যাটেগরি Z গাড়ির ভাড়া ১২ হাজার টাকা, আর ক্যাটেগরি J গাড়ির ভাড়া ১১ হাজার টাকা।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
নিরাপত্তার ক্ষেত্রেও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনা, পুলিশ ও পর্যটন দফতরের কর্মকর্তারা যৌথভাবে চেকপয়েন্টে নজরদারি চালাবেন। প্রতিটি পর্যটক দলের সঙ্গে থাকবে নিরাপত্তা এসকর্ট। পর্যটকদের সকালে রওনা দিয়ে একই দিনে ফিরে আসতে হবে। চো-লা রুটে সকাল ১০টা ও ১১টায় যাত্রা শুরু হবে, আর ডোকলাম রুটে সকাল ৯টা ও ১০টায়।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
পরিবেশ সংরক্ষণের স্বার্থে পর্যটকদের জন্য কড়া নিয়ম জারি করা হয়েছে। গাড়িতে আবর্জনার জন্য বিশেষ ব্যাগ রাখা বাধ্যতামূলক, আর সব বর্জ্য ফেলা যাবে নির্দিষ্ট সোমগো ও কুপুপ সাইটে। লিটারিং পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পর্যটন দফতর প্রতি মাসে রিপোর্ট জমা দেবে, যেখানে কতজন পর্যটক ও কতটি গাড়ি প্রবেশ করেছে তার বিস্তারিত থাকবে।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement