গত শনিবার গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে জল ভর্তি ওই গর্তে পড়ে যায় ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ মেহতার গাড়ি৷ মৃতের পরিবারের অভিযোগ, সময় মতো উদ্ধারকাজ শুরু না হওয়ায় জলে ডুবে মৃত্যু হয় ওই যুবরাজের৷ এই পরেই মৃত ইঞ্জিনিয়ারের বাবার অভিযোগের ভিত্তিতে উইশটাউন প্ল্যানার্স এবং লোটাস গ্রিনস নামে আরও একটি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ৷



