স্ট্রেচারের জন্য ২০০ টাকা! সরকারি হাসপাতালে দালালদের 'দাদাগিরি'! মরছে রোগী, কাঠগড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
North Bengal Medical College: সরকারি হাসপাতালে দালালদের 'দাদাগিরি'। স্ট্রেচারের জন্য চাওয়া হয় ২০০ টাকা। না মেলায় শেষমেশ কাঁধে করে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। তুমুল উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দার্জিলিং, পার্থপ্রতিম সরকার: প্রায় ৩ ঘন্টা অপেক্ষার পরও মেলেনি স্ট্রেচার। কাঁধে করে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন। কিন্তু যেতে যেতেই সব শেষ। মেডিক্যাল ব্লাড ব্যাঙ্কের সামনে মৃত্যু হল রোগীর। রোগী মৃত্যুর ঘটনা ঘিরে ছড়াল তুমুল উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের পরিবারের দাবি, স্ট্রেচারের জন্য ২০০ টাকা চাওয়া হয়েছিল। সরকারি হাসপাতালে দালালদের ‘দাদাগিরি’র জেরে বলি হতে হল রোগীকে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ চন্দ (৩৮)।
জানা যাচ্ছে, শুক্রবার সকালে বমি ভাব এবং পেটে ব্যথা নিয়ে বাগডোগরার ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎকে। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। এরপর ওয়ার্ডে নিয়ে যেতে বলা হয়। কিন্তু রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৩ ঘন্টা অপেক্ষার পরও মেলেনি স্ট্রেচার।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় বিরিয়ানি খেয়ে মৃত্যু! নাকি পরিকল্পিত খুন! BLRO কর্মীর আকস্মিক প্রয়াণে পরিবারের বিস্ফোরক অভিযোগ
পরিবারের অভিযোগ, হাসপাতালের করিডরে কিছু দাদালের কাছে স্ট্রেচার ছিল। তা দেওয়ার জন্য তারা ২০০ টাকা দাবি করে। সেই টাকা দিতে রাজি হলেও স্টেচার দেননি। বাধ্য হয়ে রোগীকে কাঁধে তুলে ওয়ার্ডের নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার।
advertisement
advertisement
এই ঘটনার পর মেডিক্যাল ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল জানান, গোটা ঘটনার তদন্ত করা হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
September 26, 2025 8:32 PM IST