মুম্বইয়ে বাঙালি মেজাজ! প্রতিবছর পরিচালক অনুরাগ বসুর বাড়িতে জমজমাট সরস্বতী পুজোর আয়োজন করা হয়৷ সেখানে পুজোর পুরোহিত হিসেবে দেখা যায় সঙ্গীত পরিচালক প্রীতমকে৷ উপস্থিত থাকেন একঝাঁক বলিউড তারকারা৷ এবার সেখানে একসঙ্গে এলেন সারা–আদিত্য, কার্তিক আরিয়ান সহ আরও অনেকে



