সেই নোবেল শান্তি পদকই মাচাদো তাঁর কাছে ছেড়ে গেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। মাচাদোর এই উদ্যোগকে তিনি 'পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন' বলে উল্লেখ করেছেন। যদিও নোবেল কমিটি সঙ্গে সঙ্গে এ প্রসঙ্গে বিবৃতি জারি করে জানিয়েছে, পুরস্কারের এভাবে হাতবদল আইন-সম্মত নয় বা প্রতীকীও হতে পারে না।



