রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে নিষিদ্ধ কর্মকাণ্ড! লরি বোঝাই কলার আড়ালে লুকিয়ে... পুলিশি তদন্তে কী বেরিয়ে এল জানেন?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Marijuana Smuggling: মঙ্গলবার গভীর রাতে ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক সন্দেহজনক কলাবোঝাই লরিকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫৭ কেজি গাঁজা।
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে কিলো কিলো গাঁজা পাচারের চেষ্টা। কলা বোঝাই লরির আড়ালে গাঁজা লুকিয়ে পাচারের ছক। পাচারের আগেই হাতেনাতে ধরল দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া থানার পুলিশ।
উৎসবের মরশুমে একদিকে যেমন মাদকের কারবারি বাড়ে অন্যদিকে মাদক পাচার রুখতে তৎপর হয় পুলিশ প্রশাসন। গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে লরির চালক প্রদীপ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক সন্দেহজনক কলাবোঝাই লরিকে আটক করে পুলিশ। কলা সরিয়ে তল্লাশি চালাতেই ১১টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে লরি থেকে। মোট উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৫৭ কেজি।
advertisement
আরও পড়ুনঃ পুজোর মুখে ফিল্মি কায়দায় ডাকাতির ছক! বিলাশবহুল গাড়িতে চেপে… শেষ মুহূর্তে কীভাবে ডাকাত দলের খেল খতম হল?
ঘটনায় সার্কেল ইন্সপেক্টর নকশালবাড়ি সৈকত ভদ্রের উপস্থিতিতে উদ্ধার হওয়া ৫৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার থেকে গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে লরিটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
September 24, 2025 2:34 PM IST