Durga Idol: খড়-মাটি দিয়ে নয়, বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো ও সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন শিল্পী রূপালী চক্রবর্তী। নাতনি শুভলীনা ছোট ছোট হাতে ফুটিয়ে তুলেছে একাধিক সাজ সরঞ্জাম।
দক্ষিণী মন্দিরের আদলে সেজে উঠেছে একডালিয়া এভারগ্রিন!