<p><strong>উমেশ যাদব: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে</strong></p>
<p><span style="font-weight: 400;"><strong>পুরো নাম</strong>: উমেশ কুমার তিলক যাদব</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>জন্ম:</strong> ২৫ অক্টোবর, ১৯৮৭</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>উচ্চতা:</strong> ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>জাতীয়তা:</strong> ভারতীয়</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>ক্রীড়াবিদ</strong>: ডান-হাতি ফাস্ট বোলার, ডান-হাতি ব্যাটসম্যান</span></p>
<p><strong>পরিবার:</strong></p>
<p><span style="font-weight: 400;"><strong>পিতা:</strong> তিলক যাদব</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>মাতা:</strong> কিশোরী দেবী</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>স্ত্রী:</strong> তানিয়া ওয়াধওয়া</span></p>
<p><span style="font-weight: 400;">উমেশ যাদবের জন্ম মহারাষ্ট্রের নাগপুরে। তিনিই মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের প্রথম খেলোয়াড়, যিনি টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় ক্রিকেটে উমেশ যাদব তাঁর গতির জন্য বিখ্যাত। নিজের বোলিং দক্ষতায় এক সময় টেস্ট ক্রিকেটে রীতিমতো রাজত্ব চালিয়েছেন উমেশ। </span></p>
<p><strong>কেরিয়ারের সূচনা:</strong></p>
<p><span style="font-weight: 400;">২০০৭-০৮ সালের রঞ্জি ট্রফি টুর্নামেন্টে বিদর্ভের হয়ে প্লেট লিগে খেলার সুযোগ পেয়েছিলেন উমেশ যাদব। ২০০৮ সালের ৩ নভেম্বর বিদর্ভের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফাস্ট ক্লাস ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। প্রথম ইনিংসেই ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পাননি, কারণ তাঁরা ১০ উইকেটে হেরে গিয়েছিলেন। </span></p>
<p><span style="font-weight: 400;">ওই টুর্নামেন্টে গড় ১৪.৬০ রানে তিনি মোট ২০টি উইকেট নিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল এক ম্যাচে ১০৫ রান দিয়ে ৬টি উইকেট। এরপর দিলীপ ট্রফিতেও সুযোগ পান তিনি। এই টুর্নামেন্টেও দুর্দান্ত পারফরমেন্সের পরে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন উমেশ। </span></p>
<p><strong>আন্তর্জাতিক মঞ্চে উত্থান:</strong></p>
<p><span style="font-weight: 400;">২০১০ সালে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রি-দেশীয় ওডিআই সিরিজের জন্য দলে যুক্ত করা হয় উমেশ যাদবকে। এই সিরিজে চোট-আঘাত এবং অন্যান্য কারণে অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়, ফলে ৯ জন নতুন খেলোয়াড় সুযোগ পান। যাঁদের মধ্যে এক জন ছিলেন উমেশ। তবে তাঁর অভিষেক ম্যাচ একেবারেই ভালো ছিল না। যাদব ৮ ওভার করে ৪৮ রান দেন এবং একটি উইকেটও নিতে পারেননি। </span></p>
<p><span style="font-weight: 400;">এর পর আরও সুযোগ পান উমেশ। কিন্তু নিজের দক্ষতা সম্পূর্ণ ভাবে প্রদর্শনের সুযোগ পাননি তিনি। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর ফর্ম ফিরে আসে এবং তিনি খুব ভালো পারফর্ম করেন। ২০১৫ সালের বিশ্বকাপে সুযোগ পান উমেশ যাদব এবং ভারতের হয়ে ১৮টি উইকেট নেন। </span></p>
<p><span style="font-weight: 400;">ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে তাঁকে ২০১০ সালের টি-২০ বিশ্বকাপে প্রবীণ কুমারের বদলে তাঁকে ডাকা হয়। যদিও তিনি একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এই টুর্নামেন্টের ২ বছর পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয়। </span></p>
<p><span style="font-weight: 400;">২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়। প্রথম ইনিংসে যদিও তিনি কোনও উইকেট নিতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে একটি ইনিংসে ৫টি উইকেটের কৃতিত্বের অধিকারী হন উমেশ যাদব। </span></p>
<p><strong>আইপিএল কেরিয়ার:</strong></p>
<p><span style="font-weight: 400;">২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) দলের হয়ে আইপিএল-এর ময়দানে পদার্পণ করেন উমেশ যাদব। এউ টুর্নামেন্টে ৭টি ম্যাচে মাত্র ২টি উইকেট নেন তিনি। এর পর ২০২২ সালে ১৭টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন উমেশ। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স উমেশকে কিনে নেয়। ওই বছর দলের বোলিং ইউনিটের নেতৃত্বে ছিলেন উমেশ এবং কলকাতার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনে নেয়। ২০২২ সালে মেগা নিলামে ফের উমেশ যাদবকে কিনে নিজেদের দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। </span></p>
<p><strong>রেকর্ড:</strong></p>
<p><span style="font-weight: 400;">২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন উমেশ।</span></p>
<p><span style="font-weight: 400;">২০১২ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন উমেশ যাদব।</span></p>
আরো দেখুন …