TRENDING:

Viral Video: ৯.২ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট, ভারতীয় বোলারের দাপটে গুটিয়ে গেল ইংরেজরা

Last Updated:

উমেশ যাদব ৫ উইকেট নিজেদের নামের পাশে বসিয়ে নিলেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার উমেশ যাদব   এই মুহূর্তে ইংল্যান্ডে নিজের জোরে বোলিংয়ের দাপট দেখাচ্ছেন৷ নিজের দুদ্ধর্ষ বোলিং দিয়ে তিনি নিজের দলকে ম্যাচে ফেরান৷ উমেশ যাদবের জোরে বোলিংয়ের সামনে ইংরেজ ক্রিকেটার একেবারে অসহায় আত্মসমর্পণ করেন৷ ৩৪ বছরের উমেশ কাউন্টি ক্রিকেটে মিডেলসেক্সের হয়ে খেলছেন৷  রয়্যাল লন্ডন কাপের দ্বিতীয় গ্রুপে ভারতীয় বোলার ডারহামের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে বিপক্ষ দলকে একেবারে শেষ করে দেন৷
viral video umesh yadav takes 5 wickets - Photo Courtesy- Twitter/ Video Grab
viral video umesh yadav takes 5 wickets - Photo Courtesy- Twitter/ Video Grab
advertisement

চেস্টার লি স্ট্রিটে খেলা এই ম্যাচে ডরহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে৷ এর আগে প্রথমে দুটি দল নিজের প্রথম ম্যাচগুলিতে হারের মুখোমুখি হয়েছে৷ মিডলসেক্স লিস্টরশায়ার যেখানে ডরহম সারেকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে৷ ডরহ্যাম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়৷ উমেশ ম্যাচের দ্বিতীয় বলে ওপেনার গ্রাহাম ক্লার্ককে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ এরপরে উমেশ দ্বিতীয় ওভারে অধিনায়ক স্কট বোর্থেবিককে আউট করে দেন৷ এটা ডারহ্যামকে বড় ঝটকা দিয়েছে৷ এরপর উমেশ যাদব আরও একটি উইকেট নেন৷

advertisement

উমেশ যাদব ৫ উইকেট নিজেদের নামের পাশে বসিয়ে নিলেন

advertisement

উমেশের ধারালো বোলিংয়ের জবাবে ডরহ্যামের ব্যাটসম্যানদের কাছে ছিল না৷ টপ অর্ডারের তিন ক্রিকেটার সস্তায় আউট করেছেন৷ পাঁচ উইকেট নিজের নামে করেছেন উমেশ যাদব৷ উমেশ ওলিবর গিবসন খাতাও খুলতে পারেননি৷ ক্রিস রসবর্থ আউট করে নিজের পাঁচ উইকেট পুরো করেন৷ তিনি ৯.২ ওভারে ৩৩ রান দিয়ে মোট ৫ ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷

advertisement

আরও পড়ুন - টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেলবেন বিরাট কোহলি, ভারত বনাম পাকিস্তান ম্যাচেই সেই মওকা

আরও পড়ুন- Healthy Food: চিঁড়ে আর মুড়ির পুষ্টিগুণের পার্থক্য কোথায় জানেন? দেখে নিন কোনটা বেশি স্বাস্থ্যকর!

ডরহম ২৬৮ রানের স্কোর খাড়া করেছে

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

উমেশের ঘাতক বোলিং সত্ত্বেও ডরহ্যাম ২৬৮ রান করে৷ মাইকেল জস এবং এলেক্স লিস চতুর্থ উইকেট ১০৯ রানের পার্টনারশিপ করেন৷ লিস হাফ সেঞ্চুরি করে আউট হন৷ তাঁর সঙ্গী জস শতরানের ইনিংস খেলেন৷ জবাবে মিডলসেক্স অধিনায়ক ১৪৬, স্টোনম্যান ৬২ রানে সহজেই তাঁরা ম্যাচ জিতে নেয়৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ৯.২ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট, ভারতীয় বোলারের দাপটে গুটিয়ে গেল ইংরেজরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল