চেস্টার লি স্ট্রিটে খেলা এই ম্যাচে ডরহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে৷ এর আগে প্রথমে দুটি দল নিজের প্রথম ম্যাচগুলিতে হারের মুখোমুখি হয়েছে৷ মিডলসেক্স লিস্টরশায়ার যেখানে ডরহম সারেকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে৷ ডরহ্যাম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়৷ উমেশ ম্যাচের দ্বিতীয় বলে ওপেনার গ্রাহাম ক্লার্ককে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ এরপরে উমেশ দ্বিতীয় ওভারে অধিনায়ক স্কট বোর্থেবিককে আউট করে দেন৷ এটা ডারহ্যামকে বড় ঝটকা দিয়েছে৷ এরপর উমেশ যাদব আরও একটি উইকেট নেন৷
advertisement
উমেশ যাদব ৫ উইকেট নিজেদের নামের পাশে বসিয়ে নিলেন
উমেশের ধারালো বোলিংয়ের জবাবে ডরহ্যামের ব্যাটসম্যানদের কাছে ছিল না৷ টপ অর্ডারের তিন ক্রিকেটার সস্তায় আউট করেছেন৷ পাঁচ উইকেট নিজের নামে করেছেন উমেশ যাদব৷ উমেশ ওলিবর গিবসন খাতাও খুলতে পারেননি৷ ক্রিস রসবর্থ আউট করে নিজের পাঁচ উইকেট পুরো করেন৷ তিনি ৯.২ ওভারে ৩৩ রান দিয়ে মোট ৫ ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷
আরও পড়ুন - টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেলবেন বিরাট কোহলি, ভারত বনাম পাকিস্তান ম্যাচেই সেই মওকা
আরও পড়ুন- Healthy Food: চিঁড়ে আর মুড়ির পুষ্টিগুণের পার্থক্য কোথায় জানেন? দেখে নিন কোনটা বেশি স্বাস্থ্যকর!
ডরহম ২৬৮ রানের স্কোর খাড়া করেছে
উমেশের ঘাতক বোলিং সত্ত্বেও ডরহ্যাম ২৬৮ রান করে৷ মাইকেল জস এবং এলেক্স লিস চতুর্থ উইকেট ১০৯ রানের পার্টনারশিপ করেন৷ লিস হাফ সেঞ্চুরি করে আউট হন৷ তাঁর সঙ্গী জস শতরানের ইনিংস খেলেন৷ জবাবে মিডলসেক্স অধিনায়ক ১৪৬, স্টোনম্যান ৬২ রানে সহজেই তাঁরা ম্যাচ জিতে নেয়৷