টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেলবেন বিরাট কোহলি, ভারত বনাম পাকিস্তান ম্যাচেই সেই মওকা

Last Updated:

বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে রান করায় সবচেয়ে ওপরে রয়েছেন৷ তিনি ৭ ম্যাচে ৭৮ গড়ে ৩১১ রান করেছেন৷ ৩ টি অর্ধশতরান করেছেন৷ স্ট্রাইকরেট ১১৮৷

Virat Kohli is going to play his 100th t20i match against pakistan
Virat Kohli is going to play his 100th t20i match against pakistan
#মুম্বই: বিরাট কোহলি  (Virat Kohli)  গত কিছু সময় ইন্টারন্যাশানাল ক্রিকেটে আশাপ্রদ পারফরম্যান্স দিতে ব্যর্থ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সদ্য সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল৷ ভারতীয় দল এই সিরিজ ৪-১ জিতেছিল৷ এখন ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপ খেলবে৷ টুর্নামেন্টে খেলতে নামার জন্য ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে৷ এতে টিম পাকিস্তানও খেলবে৷
এশিয়া কাপের  আগে তারা জিম্বাবোয়ে সফর রয়েছে৷ কিন্তু সেটা ওয়ানডে ম্যাচ৷ শিখর ধাওয়ানের নেতৃত্বে যুবা ক্রিকেটররা সেই সফরে জায়গা পেয়েছে৷
এশিয়া কাপের কথা বললে ভারত বনাম পাকিস্তানের লড়াই গ্রুপ রাউন্ডে ২৮ অগাস্ট হবে৷ টুর্নামেন্ট শুরু হবে ২৭ অগাস্ট৷ কোহলি পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পাবেন৷ এই ম্যাচ আরও বিশেষ কারণ এটা তার টি টোয়েন্টিতে শততম ম্যাচ খেলবেন৷ তিনি এই কৃতিত্ব দ্বিতীয় ভারতীয় হিসেবে পেলেন৷ এর আগে রোহিত শর্মাও এই নজির গড়েন৷ রোহিত শর্মা এখনও অবধি ১৩২ টি টোয়েন্টি ম্যাচে খেলেছেন৷
advertisement
advertisement
৩০ অর্ধশতরান করেন
৩৩ বছর বয়সে বিরাট কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৯৯ ম্যাচে ৯১ ইনিংসে ৫০ গড়ে ৩৩০৮ রান করেছেন৷   টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে তিনি তিন নম্বরে রয়েছেন৷ তিনি ৩০ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর সেরা ইনিংস  ৯৪ রানের৷ স্ট্রাইকরেট তাঁর ১৩৮৷ তাঁর পুরো টি টোয়েন্টি কেরিয়ার নিয়ে কথা বললে তিনি ৩৪৪ ম্যাচে ৩২৭ ইনিংসে ৪০ গড়ে ১০৬২৬ রান করেছেন৷ ৫ টি শতরান এবং ৭৮ টি অর্ধশতরান করেছেন৷ ৮৩ বার তিনি ৫০ -র বেশি রান করেছেন৷ ১১৩ তাঁর সর্বোচ্চ স্কোর৷
advertisement
টি টোয়েন্টি আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারের কথা হলে দেখা যাবে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে রান করায় সবচেয়ে ওপরে রয়েছেন৷ তিনি ৭ ম্যাচে ৭৮ গড়ে ৩১১ রান করেছেন৷ ৩ টি অর্ধশতরান করেছেন৷ স্ট্রাইকরেট ১১৮৷ অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যান ২০০ অবধি করতে পারেননি৷
advertisement
প্রাক্তন বিশেষজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিং ৮ ম্যাচে ১৫৫, গৌতম গম্ভীর ৫ ম্যাচে ১৩৯ রান করেছেন৷  অন্য কোনও ক্রিকেটার ১০০-র বেশি রান করতে পারেননি৷ রোহিত ৮ ম্যাচে ৭ ইনিংসে ৭০ রান করেছেন৷ তাঁর সেরা রান ৩০৷ কেএল রাহুল একটি মাত্র ম্যাচে ৩ রান করেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেলবেন বিরাট কোহলি, ভারত বনাম পাকিস্তান ম্যাচেই সেই মওকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement