মহম্মদ শামির জায়গায় উমেশ যাদব (Umesh Yadav) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সুযোগ পেতে পারেন৷ এর জন্যে উমেশকে প্রথমে করোনা টেস্ট করাতে হবে৷ কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তাঁকে দলে নেওয়া হবে৷ উমেশ যাদব সবেই লন্ডন থেকে ফিরেছেন৷ তিনি লন্ডনে মিডলসেক্সের জন্য কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন৷
কাউন্টি ম্যাচ চলাকালীন উমেশ থাই মাসলের টানের ভুগছিলেন৷ যার পরে তাঁকে ট্রিটমেন্টের জন্য দেশে ফিরে এসেছিলেন৷ উমেশ সেই সময়ে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্ববধানে ছিলেন৷ মহম্মদ শামি এক বছর বাদে টি টোয়েন্টিতে ফিরেছিলেন৷ এখন তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে থাকাও প্রশ্ন চিহ্নের মুখে৷
advertisement
আরও পড়ুন - Age Limit for Drinking Alcohol: কত বয়স থেকে কিনতে পারেন মদ, আর কারাই বা মদ খেতে পারে, কোনও নিয়মই নেই...
উমেশ শেষ ওয়ানডে অক্টোবর ২০১৮ তে খেলেছেন
মিডিলসেক্সের কাউন্টি ১৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘মিডিলসেক্স ক্লাব এই ঘোষণা করে জানাচ্ছে উমেশ যাদবের সঙ্গে তাদের যাত্রা সমাপ্ত৷ চোটগ্রস্ত হওয়ার কারণে মিডিলসেক্সর কাউন্টি অভিযানে তিনি আর খেলবেন না৷
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের সিরিজ ২৫ সেপ্টেম্বর শেষ হবে৷ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৩ সেপ্টেম্বর নাগপুরে খেলা হবে অন্যদিকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হায়দরাবাদে খেলা হবে৷ ৩৪ বছরের উমেশ অক্টোবর ২০১৮ তে নিজের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন৷ উমেশ টি টোয়েন্টি আন্তর্জাতিকে শেষবার ২০১৯ -র ফেব্রুয়ারিতে খেলেছিলেন৷