গত মাসেই বাবাকে হারিয়েছিলেন উমেশ যাদব। তারপর ভেঙেও পড়েছিলেন তিনি। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেতেই জ্বলে ওঠেন ডান হাতি পেসার। তার রিভার্স সুইংয়ের কোনও জবাব ছিল অজি ব্যাটারদের। দেশের জার্সিতে কামব্যাকের পরপরই এবার ব্যক্তিগত জীবনেও এল সুখবর। সোশ্যাল মিডিয়া পোস্ট করে উমেশ যাদব জানান, বুধবার মার্চের আট তারিখ কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে গর্বিত উমেশ ও তানিয়া। ভারতীয় তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ফ্যান, সতীর্থরা।
advertisement
আরও পড়ুনঃ WPL 2023: মহিলা আইপিএলে দুই 'বাজপাখি', চোখ ধাঁধানো ক্যাচ রাধা ও কিরণের, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দল হারলেও প্রথম ইনিংসে অনবদ্য বোলিং করেছিলেন উমেশ যাদব। ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ক্যমেরন গ্রিন, মিচেল স্টার্ক ও টড মারফির উইকেট তোলেন। তারপরই চতুর্থ টেস্টে তার জায়গা পাকা হয়ে যায়। আহমেদাবাদে ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। সেই ম্যাচে আগুন ঝরাতে প্রস্তুত উমেশ যাদব। তার আগে বাবা হওয়ার সুখবরে আরও খুশি ভারতীয় পেসার।