Weather Update| Birbhum: টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
Last Updated:
Birbhum News :শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে আপলোড করা তথ্য থেকে জানা যাচ্ছে, এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই জেলার বাসিন্দাদের।
advertisement
1/5

বর্ষার মরশুমে চলতি বছর সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। বৃষ্টির দেখা না মেলায় জেলায় প্রথম থেকেই বৃষ্টির চরম ঘাটতি দেখা যায়। এমনকি পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল যে চাষাবাদের সঙ্গে যুক্ত চাষী ভাইরা চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। পরে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়, তবে চাষের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।
advertisement
2/5
এরই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যখন বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে সেই সময় মুষলধারে বৃষ্টি দেখা যাচ্ছে দিন কয়েক ধরেই। বর্ষার মরশুমে বৃষ্টি না হলেও সেপ্টেম্বর মাসের শেষ থেকে দুর্গাপুজো পর্যন্ত নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টির সম্মুখীন হয় বাংলা। এরপর আবার গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিকাল হলেই এই বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সেই রকমই বৃষ্টি চলছে বীরভূমেও।
advertisement
3/5
এরই মধ্যে শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া দফতরের ওয়েবসাইটে আপলোড করা তথ্য থেকে জানা যাচ্ছে, এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই জেলার বাসিন্দাদের। টানা আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। টানা বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলেও জানানো হয়েছে।
advertisement
4/5
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন অংশে আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ১৭ অক্টোবরের পর ১৮ এবং ১৯ অক্টোবরও বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে তুলনামূলক কম।
advertisement
5/5
অন্যদিকে গত দুদিন ধরে টানা বৃষ্টির ফলে জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কমে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার শেষ আপডেট পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম।