বন্ধুকে বিশ্বাস করে দিয়েছিলেন ম্যানেজারের দায়িত্ব, বিশাল টাকার প্রতারণার শিকার ভারতীয় পেসার
- Published by:Sudip Paul
Last Updated:
ভারতের ক্রিকেট দলের তারকা পেসার উমেশ যাদব প্রতারণার শিকার হলেন। তার বিপূল অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগে রুজু হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
advertisement
1/6

নিজের দীর্ঘদিনের বন্ধুকে বিশ্বাস করে ম্যানেজারের দায়িত্ব দিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব। সেই বন্ধুই আত্মসাৎ করল উমেশের বিশাল অঙ্কের টাকা।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪-এর ১৫ জুলাই বন্ধু শৈলেশ ঠাকরেকে ম্যানেজার হিসাবে নিয়োগ করেছিলেন উমেশ যাদব। উমেশ যাদবের সমস্ত আর্থিক বিষয় দেখাশোনা করত শৈলেশ।
advertisement
3/6
এবার সেই বন্ধু ও ম্যানেজারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন উমেশ যাদব। ভারতীয় পেসারের ৪৪ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ঠাকরে নাগপুরের কোরাডির বাসিন্দা শৈলেশের বিরুদ্ধে।
advertisement
4/6
অভিযোগ নাগপুরে একটি ফাঁকা জমি উমেশসে দেখিয়ে কেনার জন্য বলেছিলেন শৈলেশ। উমেশ বিশ্বাস করে তার অ্যাকাউন্টে জমির দাম বাবদ ৪৪ লক্ষ টাকা ট্রান্সফার করেন। আর শৈলেশ সেই জমি নিজের নামে কিনে নেন।
advertisement
5/6
উমেশ যাদব এই প্রতারণার কথা জানতে পেরে শৈলেশ ঠাকরেকে টাকা ফেরত দিতে বলেন। জবাবে শৈলেশ তা করতে অস্বীকার করেন। একাধিকবার বলে টাকা ফেরত না পেয়ে শৈলেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন উমেশ।
advertisement
6/6
উমেশ যাদব কোরাডিতে একটি এফআইআর দায়ের করেছেন, যেখানে আইপিসির ৪০৬ এবং ৪২০ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নিজের প্রিয় বন্ধু যেভাবে তাকে ঠকালেন সেই ঘটনার আক্ষেপও প্রকাশ করেছেন উমেশ যাদব।