TRENDING:

‘‘ছাই ফেলতে ভাঙা কুলো’’ নাকি ? এত বিকল্প থাকতে হঠাৎ কেন উমেশ যাদব, জানালেন রোহিত

Last Updated:

৩৪ বছরের উমেশ অক্টোবর ২০১৮ তে নিজের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন উমেশ টি টোয়েন্টি আন্তর্জাতিকে শেষবার ২০১৯ -র ফেব্রুয়ারিতে খেলেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টি টোয়েন্টি ২০ সেপ্টেম্বর মোহালিতে খেলবে৷ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের সিরিজ ২৫ সেপ্টেম্বর শেষ হবে৷ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৩ সেপ্টেম্বর নাগপুরে খেলা হবে। অন্যদিকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হায়দরাবাদে খেলা হবে৷ ৩৪ বছরের উমেশ অক্টোবর ২০১৮ তে নিজের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন উমেশ টি টোয়েন্টি আন্তর্জাতিকে শেষবার ২০১৯ -র ফেব্রুয়ারিতে খেলেছিলেন৷ হঠাৎ মহম্মদ শামি কোভিড ১৯ পজিটিভ হতে কেন উমেশ যাদব এই প্রশ্ন ছিল নানা মহলেই৷ কেন এই নির্বাচন খোলসা করলেন অধিনায়ক রোহিত শর্মাই৷
rohit sharma opens up about umesh yadav's selection
rohit sharma opens up about umesh yadav's selection
advertisement

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ শামি (Mohammed Shami) করোনা সংক্রমিত হয়েছেন। শামি কোভিড পজিটিভ হয়েছেন আর এরই জেরে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ৩ টি টোয়েন্টি ম্যাচের জন্য বাইরে ছিটকে গিয়েছেন৷ রোহিত শর্মা জানিয়েছেন শামির ছিটকে যাওয়াটা দলের জন্য মোটেই ভাল খবর নয়৷ তিনি জানিয়েছিলেন ভারতের কাছে বেশ কিছু বিকল্প রয়েছে, কিন্তু শেষ অবধি উমেশ যাদবের নামে সিলমোহর পড়ে৷

advertisement

আরও পড়ুন -  Tusnami Alert: রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.২, প্রবল কম্পনে আতঙ্ক, জারি সুনামি অ্যালার্ট

মহম্মদ শামির জায়গায় উমেশ যাদব (Umesh Yadav)  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সুযোগ পাচ্ছেন৷ উমেশকে প্রথমে করোনা টেস্ট করাতে হয়েছে৷ উমেশ যাদব সবেই লন্ডন থেকে ফিরেছেন৷ তিনি লন্ডনে মিডলসেক্সের জন্য কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েছিলেন৷

advertisement

অধিনায়ক রোহিত শর্মা রবিবার একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমাদের কাছে কয়েকটি বিকল্প ছিল, সেখানে অনেকেই প্রসিদ্ধ কৃষ্ণার মতো চোট পেয়েছেন৷ মহম্মদ সিরাজ কাউন্টি খেলছেন৷ আমরা চাই না মাত্র এক -দুটো ম্যাচ খেলার জন্য এত বড় সফর করে তিনি ফিরুন৷ এটা উচিত হবে না৷ শামির দল থেকে ছিটকে যাওয়া দুর্ভাগপূর্ণ৷ আবেশ খান এশিয়া কাপে অসুস্থ হন, তাঁর সুস্থ হতে খানিকটা সময় লাগবে৷ ফিটনেসের দিক থেকে তাঁর আরও খানিকটা সময় লাগবে৷ এই সব বিষয়ে বিচার করা হয়েছে৷ উমেশ , শামি -র মতো ক্রিকেটার দীর্ঘদিন বোলিং করছেন৷ তাঁদের কারোর নামে বিচার করার প্রয়োজন হয় না৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

কাউন্টি ম্যাচ চলাকালীন উমেশ থাই মাসলের টানের ভুগছিলেন৷ যার পরে তাঁকে ট্রিটমেন্টের জন্য দেশে ফিরে এসেছিলেন৷ উমেশ সেই সময়ে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্ববধানে ছিলেন৷ মহম্মদ শামি এক বছর বাদে টি টোয়েন্টিতে ফিরেছিলেন৷ এখন তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে থাকাও প্রশ্ন চিহ্নের মুখে৷

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ছাই ফেলতে ভাঙা কুলো’’ নাকি ? এত বিকল্প থাকতে হঠাৎ কেন উমেশ যাদব, জানালেন রোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল