TRENDING:

IPL 2024 Auction: এঁরা সকলে খেলা শুরু করবেন ২ কোটি টাকা থেকে, ভারতের শুধু এঁরাই পেলেন জায়গা

Last Updated:
IPL 2024 Auction: একাধিক ক্রিকেটার রয়েছেন ২ কোটি টাকার বেস ক্যাপে৷ ভারতের কিন্তু মাত্র ৩ জন এই গ্রুপে৷
advertisement
1/8
এঁরা সকলে খেলা শুরু করবেন ২ কোটি টাকা থেকে, ভারতের শুধু এঁরাই পেলেন জায়গা
আইপিএলের মিনি নিলাম বলা হলেও, এটা আসলে বেশ গেম চেঞ্জিং নিলাম হতে চলেছে৷   বিভিন্ন দলের যা ফাঁকা স্লট রয়েছে তাতে সর্বোচ্চ ৭৭ জন প্লেয়ার দল পাবেন৷  এবারের নিলামের জন্য ২১৪ ভারতীয় এবং ১১৯ বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে।  অ্যাসোসিয়েট দেশের ২ জন খেলোয়াড়ও রয়েছেন। এদিকে ক্যাপড ক্রিকেটার রয়েছেন ১১৬ জন  এবং ২১৫ জন আনক্যাপড ক্রিকেটারের নামও রয়েছে। নিলামের জন্য ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন৷
advertisement
2/8
নিলামে সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড সহ ২৩ জন ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ বেস প্রাইস ১.৫ কোটি টাকা যার মধ্যে ১৩  জন ক্রিকেটার নাম রয়েছে।
advertisement
3/8
২কোটি টাকার বেস প্রাইসে ৩ টি ভারতীয় ক্রিকেটার অন্তর্ভুক্তআইপিএলের আসন্ন মরসুমের জন্য খেলোয়াড় নিলামের সর্বোচ্চ বেস প্রাইস সহ ভারতের ৩জন ক্রিকেটার  হয়েছে। ফাস্ট বোলার হর্ষল প্যাটেল রয়েছে৷
advertisement
4/8
উমেশ যাদব  তারকা বোলার ছিলেন৷ এই মুহূর্তে তিনি সেভাবে জাতীয় দলে না থাকলেও তিনি ২ কোটির বেস প্রাইসে রয়েছেন৷
advertisement
5/8
অলরাউন্ডার শার্দুল ঠাকুরের নাম এই তালিকায় রয়েছে।
advertisement
6/8
এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে  রয়েছেন এই তালিকায় রয়েছেন ট্র্যাভিস হেড , প্যাট কামিন্স৷ স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড এবং শন অ্যাবটও এই সর্বোচ্চ বেস প্রাইসের গ্রুপে রয়েছে৷
advertisement
7/8
আইপিএল ২০২৪-র নিলাম (IPL 2024 Auction ) ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় আয়োজিত হবে৷ এই প্রথম আইপিএল নিলামের আসর ভারতের বাইরে বসছে৷  ভারতীয় সময় দুপুর ২:৩০ এ শুরু হবে নিলাম।
advertisement
8/8
দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ছাড়াও রাসি ভ্যান দার দুসেন, জেরাল্ড কোয়েৎজি, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানেরও বেস প্রাইস ২ কোটি টাকা। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক, ক্রিস ওকস, জেমস ভিন্স।  জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি এবং বেন ডাকেটও এই তালিকায় নাম নথিভুক্ত করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024 Auction: এঁরা সকলে খেলা শুরু করবেন ২ কোটি টাকা থেকে, ভারতের শুধু এঁরাই পেলেন জায়গা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল