
<p>আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে <a href="https://bengali.news18.com/cricket/ICC-t20-world-cup/">আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪</a>। টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ২০টি দেশকে নিয়ে। উদ্বোধনের দিন দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনি। ভারতীয় দল ৫ জুন তাদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তরিখ ভারতের মেগা ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।</p>
<p>মাঠ ও মাঠের বাইরের সব আপডেটের জন্য নজর রাখুন News18 Bangla-র ওয়েবসাইটে ৷</p>
আরো দেখুন …