জমে উঠেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) আসর, হেভিওয়েট থেকে দুর্বল সব দলই নিজেদের সেরাটা দিতে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বসেরা খেতাবের জন্য ৷ এবছর টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এবং ওমানে (Oman) ৷ মরুদেশে ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত চলবে টোয়েন্টি টোয়েন্টির মহাযুদ্ধ ৷ গোটা টুর্নামেন্ট ৪৫টি ম্যাচে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৬ সালে ভারতে। ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে মোট ৬ বার। প্রথম টি-টোয়েন্টি ব