TRENDING:

West Midnapore News: ধান জমিতে নেমে তাণ্ডব একদল হাতির, মাথায় হাত চাষীদের

Last Updated:

হাতির দলটির নয়াগ্রামের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু নয়াগ্রাম না গিয়ে হাতির দলটি সাঁকরাইল এর হাড়িভাঙ্গা এলাকায় চলে আসে। যার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা এলাকায় শনিবার সকালে চাষের জমিতে নেমে গিয়ে একদল হাতি তাণ্ডব শুরু করে। আচমকা হাতির দল ওই এলাকায় চলে আসায় গ্রামবাসীরা ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে হাতির দলটিকে অন্যত্র পাঠানোর চেষ্টা করা হলেও হাতির দলটিকে ধান জমি থেকে সরানো সম্ভব হচ্ছে না। বিষয়টি বন দফতরকেও জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনদফতরের কর্মীরা। বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে ওই হাতির দলটিকে অন্যত্র তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বনদফতরের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধানজমিতে হাতি 
ধানজমিতে হাতি 
advertisement

আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ

তা সত্ত্বেও যেভাবে মাঠে হাতির দলটি দাপিয়ে বেড়ায় তাতে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ওই হাতির দলটির নয়াগ্রামের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু নয়াগ্রাম না গিয়ে হাতির দলটি সাঁকরাইল এর হাড়িভাঙ্গা এলাকায় চলে আসে। যার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা দেখা যায়। এছাড়াও লালগড় থানার ভৈরবকুণ্ড এলাকায় শনিবার সকালে একটি পূর্ণবয়স্ক হাতি লোকালয়ে ঢুকে পড়ে।

advertisement

তাই ওই এলাকার গ্রামবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতরকে জানানো হয়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বারবার হাতির আক্রমণে চাষের ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং মানুষের প্রাণহানির ঘটনায় ক্রমশই বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে জঙ্গলমহলের মানুষদের মধ্যে।

advertisement

View More

আরও পড়ুন Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ

প্রসঙ্গত, দলমার হাতির দল করেকটি ভাগে ভাগ হয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এর জঙ্গলে থেকে যায় গোটা বছর।এক সময় জঙ্গলের খাবারের ওপর তারা নির্ভর করে থাকলেও এখন মাঝে মধ্যেই হাতির দল জঙ্গলের বাইরে চলে আসছে। তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে তার কোনও স্থায়ী সমাধান এখনও পর্যন্ত করা হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ধান জমিতে নেমে তাণ্ডব একদল হাতির, মাথায় হাত চাষীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল