আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
তা সত্ত্বেও যেভাবে মাঠে হাতির দলটি দাপিয়ে বেড়ায় তাতে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ওই হাতির দলটির নয়াগ্রামের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু নয়াগ্রাম না গিয়ে হাতির দলটি সাঁকরাইল এর হাড়িভাঙ্গা এলাকায় চলে আসে। যার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা দেখা যায়। এছাড়াও লালগড় থানার ভৈরবকুণ্ড এলাকায় শনিবার সকালে একটি পূর্ণবয়স্ক হাতি লোকালয়ে ঢুকে পড়ে।
advertisement
তাই ওই এলাকার গ্রামবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতরকে জানানো হয়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বারবার হাতির আক্রমণে চাষের ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং মানুষের প্রাণহানির ঘটনায় ক্রমশই বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে জঙ্গলমহলের মানুষদের মধ্যে।
আরও পড়ুন Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ
প্রসঙ্গত, দলমার হাতির দল করেকটি ভাগে ভাগ হয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এর জঙ্গলে থেকে যায় গোটা বছর।এক সময় জঙ্গলের খাবারের ওপর তারা নির্ভর করে থাকলেও এখন মাঝে মধ্যেই হাতির দল জঙ্গলের বাইরে চলে আসছে। তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে তার কোনও স্থায়ী সমাধান এখনও পর্যন্ত করা হয়নি।
Partha Mukherjee