Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
- Published by:Pooja Basu
Last Updated:
স্বামীর সঙ্গে বিবাদের জেরে দশ বছরের মেয়েকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। মালদহের গাজোল থানার বিলায়কান্দর পঞ্চায়েতের মালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
#মালদহ: স্বামীর সঙ্গে বিবাদের জেরে দশ বছরের মেয়েকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। মালদহের গাজোল থানার বিলায়কান্দর পঞ্চায়েতের মালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। সৎ ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল ওই গৃহবধুর। তারই জেরে রবিবার রাতে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে কীটনাশক খান তিনি, এমন অভিযোগ পরিবারের।
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
পরিবারের লোকেরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার ভোরে মৃত্যু হয় ওই গৃহবধূ ও তার মেয়ের। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম শ্রীদেবী হাঁসদা (৩০)। মেয়ে মৌসুমী কিস্কু( ১০)। পরিবারে রয়েছে স্বামী স্যাঙলা মুর্মু ও এক ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় স্যাঙলা মুর্মুর আগের পক্ষে এক পুত্র সন্তান রয়েছে। সেই পুত্র সন্তান নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তির লেগে ছিল। রবিবার রাতে আবার দুই জনের মধ্যে বচসা হয়। তারই জেরে বাড়িতে স্বামীর অবর্তমানে প্রথমে নিজের দশ বছরের মেয়েকে কীটনাশক খাওয়ান শ্রীদেবী। তারপর নিজেও খান।
advertisement
আরও পড়ুন Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ
স্বামী বাড়ি ফিরে দেখেন স্ত্রী ও মেয়ে মাটিতে পড়ে রয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন সোমবার ভোর রাতে মা ও মেয়ের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে। এইদিকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
advertisement
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
October 10, 2022 1:42 PM IST