Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ

Last Updated:

এলাকার ঝোপঝাঁড় থেকে শুরু করে পুকুরঘাট, কুয়ো সব জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এমনকি ওই শিশুকে খুঁজে পেতে ড্রোন ও কুকুরের সাহায্য নেওয়া হয়।

+
title=

#বীরভূম: বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হয়ে যায় বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের আট বছরের শিশু নাজিবুদ্দিন মণ্ডল। এই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই উদ্বেগ তৈরি হয় তার পরিবার থেকে প্রতিবেশীদের মধ্যে। কারণ দিন কয়েক আগেই আমরা শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামের নিখোঁজ হওয়া শিশু শিবম ঠাকুরের পরিণতি কী হয়েছিল তা সম্পর্কে জানি। তবে রক্ষে এখানেই যে, সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি সিউড়িতে।
বৃহস্পতিবার সিউড়ির ওই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশের তরফ থেকে তন্ন তন্ন করে তল্লাশি শুরু হয় বিভিন্ন জায়গায়। এলাকার ঝোপঝাঁড় থেকে শুরু করে পুকুরঘাট, কুয়ো সব জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এমনকি ওই শিশুকে খুঁজে পেতে ড্রোন ও কুকুরের সাহায্য নেওয়া হয়। তবে শুক্রবার পর্যন্ত কোথাও খোঁজ পাওয়া যায়নি ওই শিশুর। সেই শিশুর খোঁজ মিলল শনিবার।
advertisement
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
ওই শিশুটিকে খুঁজে পাওয়া যায় তার বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে পাথরচাপুরিতে। সেখানে তাকে ঘুরে বেড়ানো অবস্থায় দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা খোঁজখবর শুরু করলে ফাতেমা বিবি নামে এক মহিলা জানান ওই শিশুকে তিনি চেনেন। কারণ সিউড়িতে থাকা অবস্থায় তিনি ওই শিশুকে দেখেছিলেন। এরপরেই ওই শিশুকে সঙ্গে নিয়ে তিনি শনিবার সকালেই সিউড়িতে এসে পৌঁছান। প্রথমে ওই শিশুর বাড়ি এবং পরে থানায় গিয়ে ওই শিশুকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন Murshidabad News: পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় মহিলা
নিখোঁজ হয়ে যাওয়া শিশুকে এইভাবে ফিরে পেয়ে খুশি ওই শিশুর মা। পাশাপাশি নিখোঁজ ওই শিশুকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব খুশি হয়েছেন ফাতেমা বিবি। প্রসঙ্গত, ওই শিশুটি তার বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে বেরোনোর নিখোঁজ হয়। এরপর কীভাবে পাথরচাপুরি পৌঁছাল তা অবশ্য জানাতে পারেননি ফতেমা বিবি।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement