TRENDING:

West Bardhaman News: একটি সুটকেস ও ব্যাগ, ভিতরে কী? জানতে গিয়ে হুলস্থুল পানাগড়ে, চোখ কপালে পুলিশের

Last Updated:

West Bardhaman News: এক ব্যক্তি পানাগড় স্টেশনের কাছে রনডিহা মোড় সংলগ্ন রেল গেট পার করার পর ব্যাগ ও সুটকেস একটি দোকানের সামনে রেখে পানাগড়ের দিকে চলে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়, পশ্চিম বর্ধমান : পানাগড় বাজারের রণডিহা মোড়ে একটি পরিত্যক্ত সুটকেস ও একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল এলাকায়। এদিন সকাল ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, একটি সুটকেস এবং একটি ব্যাগ এক ব্যক্তির দোকানের সামনে পড়ে রয়েছে। পরিত্যক্ত ব্যাগ ও সুটকেসকে ঘিরে তখনই আতঙ্ক ছড়ায়।
advertisement

এরপর কাঁকসা থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, গোটা এলাকা ঘিরে রাখে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেছে এক অপরিচিত ব্যক্তিকে ব্যাগ রেখে যেতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকার কেউ নন।

advertisement

আরও পড়ুন: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?

আরও পড়ুন-  রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে

View More

উল্লেখ্য, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক অপরিচিত ব্যক্তি পানাগড় স্টেশনের কাছে রনডিহা মোড় সংলগ্ন রেল গেট পার করার পর এক হাতে একটি ব্যাগ ও একটি সুটকেস নিয়ে পানাগড় বাজারের দিকে আসেন। তখনই ব্যাগ ও সুটকেস একটি দোকানের সামনে রেখে পানাগড়ের দিকে চলে যান। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে এলাকার বাসিন্দাদের কেউই চিনতে পারেননি। অপরদিকে কাঁকসা থানার পুলিশ সিসিটিভি ফুটেজের ব্যক্তির ছবি আশেপাশের এলাকায় পাঠিয়ে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালায়। অবশেষে বিকালের দিকে পরিত্যক্ত ব্যাগের মালিকের খোঁজ পাওয়া যায়। ব্যাগের মালিকের নাম শিবকান্ত গুপ্তা। ওই ব্যক্তি মধ্য প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।

advertisement

অন্যদিকে, ঘটনাস্থলে পৌছয় বম্ব স্কোয়াড-এর দল এবং দমকলের একটি ইঞ্জিন। ব্যাগের মালিক শিবকান্ত গুপ্তা জানিয়েছেন, গত বছর বুদবুদে তাঁর গাড়ি দুর্ঘটনা হয়েছিল। পানাগড়ে তাঁর গাড়ির কাজ করাচ্ছেন। তিনি ট্রেন থেকে নেমে ওই দোকানের সামনে ব্যাগ রেখে যান। দোকানে যারা ছিলেন, তাঁদের অনুমতি নিয়ে ব্যাগ ও সুটকেস রেখে তিনি ইন্স্যুরেন্সের কাগজ জমা দিতে মার্কেটে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

advertisement

যদিও ওই দোকানের মালিক সুচেতা সাউ জানিয়েছেন, ওই ব্যক্তি ব্যাগ রেখে যাওয়ার কথা কোনও ভাবেই তাকে জানান নি। শেষমেষ বোম স্কোয়ার্ড সুটকেস ও ব্যাগ মেশিনের দ্বারা পরীক্ষা করে জানায়, ব্যাগে কাপড় জামা ছাড়া কিছুই নেই। এরপরেই স্বস্তি মেলে এলাকাবাসীর। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যায় কাঁকসা থানায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: একটি সুটকেস ও ব্যাগ, ভিতরে কী? জানতে গিয়ে হুলস্থুল পানাগড়ে, চোখ কপালে পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল