Jaynagarer Moa: জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Jaynagarer Moa: ডায়াবেটিস আক্রান্তরা যাতে এই মোয়া খেতে পারেন তাঁদের জন্য 'সুগার ফ্রি' মোয়া তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। মোয়া প্রস্তুতকারকরা এই জয়নগরের মোয়ার স্বাদ হুবহু বজায় রেখেই তৈরি করেছেন 'সুগার ফ্রি' মোয়া।
জয়নগর, সুমন সাহা: শীতকাল মানে বাঙালির কাছে জয়নগরের মোয়া অন্য স্বাদ। এই মোয়া অন্তত বার কয়েক চেখে না দেখলে বছরটাই বৃথা! কিন্তু এখন প্রায় প্রতি বাড়িতে কমবেশি ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই বলে কী এই শীতের লোভনীয় জয়নগরের মোয়া খেতে পারবেন না তাঁরা। এবার তাঁদের কথা মাথায় রেখে জয়নগরে মিলছে ‘নো অ্যাডেড সুগার’ অর্থাৎ ‘সুগার ফ্রি’ মোয়া। আসল মোয়ার স্বাদ ও গন্ধ যে অতুলনীয় তা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
ডায়াবেটিস বা সুগারে আক্রান্ত রোগীরা এই মিষ্টি মোয়ার অতুলনীয় স্বাদ থেকে বঞ্চিত হন। সেই আক্ষেপ আর নেই। কারণ এবার বাজারে এসেছে ‘সুগার ফ্রি’ জয়নগরের মোয়া। কিন্তু মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোয়ার গুণগত মান যেমন ঠিক রাখার উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা, পাশাপাশি ডায়াবেটিস আক্রান্তরা যাতে এই মোয়া খেতে পারেন তাঁদের জন্য ‘সুগার ফ্রি’ মোয়া তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। মোয়া প্রস্তুতকারকরা এই জয়নগরের মোয়ার স্বাদ হুবহু বজায় রেখেই তৈরি করেছেন ‘সুগার ফ্রি’ মোয়া।
advertisement
আরও পড়ুনঃ দীপিকার ‘ফেভারিট’, হাতে ১০ মিনিট থাকলে বানিয়ে নিন চিজে ভরপুর ভুটানের ‘এমা দাতসি’, রইল রেসিপি
সুগার ফ্রি মোয়ার বাজারে আসার খবর ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে পড়েছে। এই শীতকালীন মিষ্টির স্বাদ আস্বাদন করতে পারবেন জেনে খুশি উদ্যোক্তারা। তবে একাংশের মনে সন্দেহ থাকছেই। সেই স্বাদ, সেই গন্ধ মিলবে তো সুগার ফ্রি মোয়ায়। যদিও এক প্রস্তুতকারকদের কথায় এই সুগার ফ্রি মোয়ার টেস্ট করার জন্য তৈরি করা হয়েছে ল্যাব।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 17, 2025 11:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jaynagarer Moa: জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন








