বালি বোঝাই লরির ধাক্কায় বিজেপি কর্মীর মৃত্যু! দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল, পুলিশ ও গেরুয়া শিবিরের মধ্যে ধুন্ধুমার কাণ্ড

Last Updated:

West Bardhaman News: বালি বোঝাই লরির ধাক্কায় বিজেপি কর্মীর মৃত্যু। দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল। পুলিশের গাড়ি ভাঙচুর। বিজেপির পথ অবরোধ।

আসানসোলে পথ দুর্ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যু
আসানসোলে পথ দুর্ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যু
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: বালি বোঝাই লরির ধাক্কায় বিজেপি কর্মীর মৃত্যু। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার চিচুড়িয়ায়। এই ঘটনায় এক এএসআই-সহ চার জন পুলিশ কর্মী আহত হন। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত পুলিশকর্মী। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আসানসোলের দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে ধুন্ধুমার কাণ্ড। বিজেপির দাবি, মৃত ব্যক্তি তাদের দলের কর্মী। নাম সুশান্ত গোপ। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ জেলার ও জামুরিয়ার বিজেপির কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এদিন।
আরও পড়ুনঃ বিয়ে নয়, লেখাপড়া করতে চাই! বিয়ের আসর থেকে পালিয়ে সটান থানায়, নাবালিকার পড়াশোনার ভার নিলেন কান্দি থানার আইসি
তাদের দাবি, যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে। পাশাপাশি যে গাড়িতে ধাক্কা লেগেছে সেই গাড়িকে বাজেয়াপ্ত করে সেই গাড়ির মালিক ও চালককে গ্রেফতার করতে হবে। অবৈধ বালি কীভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তার জবাব দিতে হবে। এই সমস্ত দাবিতে রীতিমতো বচসা চলছে জামুরিয়া পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শত বছরের প্রাচীন শিল্প এখন ব্র্যান্ড! সামান্য কুটির শিল্পের হাত ধরে বিশ্বের দরবারে দাঁতন, শিল্পীদের পরিশ্রম যেন সার্থক
পাল্টা পুলিশের দাবি, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। মারধর করা হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। একজন পুলিশ দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বালি বোঝাই লরি থেকে বালির বৈধ নথি পাওয়া গিয়েছে। যদিও চালক পলাতক। চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালি বোঝাই লরির ধাক্কায় বিজেপি কর্মীর মৃত্যু! দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল, পুলিশ ও গেরুয়া শিবিরের মধ্যে ধুন্ধুমার কাণ্ড
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement