আসানসোলের দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে ধুন্ধুমার কাণ্ড। বিজেপির দাবি, মৃত ব্যক্তি তাদের দলের কর্মী। নাম সুশান্ত গোপ। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ জেলার ও জামুরিয়ার বিজেপির কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এদিন।
advertisement
তাদের দাবি, যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে। পাশাপাশি যে গাড়িতে ধাক্কা লেগেছে সেই গাড়িকে বাজেয়াপ্ত করে সেই গাড়ির মালিক ও চালককে গ্রেফতার করতে হবে। অবৈধ বালি কীভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তার জবাব দিতে হবে। এই সমস্ত দাবিতে রীতিমতো বচসা চলছে জামুরিয়া পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বর।
পাল্টা পুলিশের দাবি, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। মারধর করা হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। একজন পুলিশ দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বালি বোঝাই লরি থেকে বালির বৈধ নথি পাওয়া গিয়েছে। যদিও চালক পলাতক। চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
