গাছের গায়ে পেরেক পুঁতে ঝুলছে ব্যানার, বিজ্ঞাপন! অসাধু ব্যবসায়ীদের অসচেতনতায় ঝুঁকির মুখে অদূর ভবিষ্যৎ, আর কবে ফিরবে হুঁশ

Last Updated:

West Bardhaman News: 'গাছ লাগাও প্রাণ বাঁচাও' স্লোগান মুখে আওড়ালেও দুর্গাপুরের কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ডে হতাশ পরিবেশবিদরা। ব্যবসার প্রসার ঘটাতে অবাধে চলছে গাছ কাটা। গাছে পেরেক ঠুকে মারা হচ্ছে বিজ্ঞাপন।

+
গাছে

গাছে ঝুলছে বিজ্ঞাপন ও ব্যানার

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দীপিকা সরকার: ‘একটি গাছ একটি প্রাণ’। এই প্রবাদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা প্রকৃতির প্রতি মানুষের গভীর সংযোগ এবং নির্ভরতাকে তুলে ধরে। কারণ গাছপালা শুধুমাত্র পরিবেশের অংশ নয়, বরং আমাদের অস্তিত্বের ভিত্তি। কিন্তু চিরাচরিত এই স্লোগানে মানবকূল অভস্ত্য হলেও কোথাও যেন এখনও খামতি রয়ে গিয়েছে মানুষের মধ্যে। কেউ বৃক্ষরোপণ করে অনুকূল পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় তৎপর আবার কেউ নিজের স্বার্থে বৃক্ষ দমন করতে ব্যস্ত। এমন দ্বিচারিতা খুব স্বাভাবিকভাবেই নজরে পড়ে গ্রীন সিটি দুর্গাপুরেও।
চারিদিকে সবুজ গাছ-গাছালিতে ভারপুর হলেও তারই মাঝে দৃষ্টিকটু হয়ে উঠেছে বেশ কিছু স্বার্থপর ব্যবসায়ীদের কর্মকাণ্ড। যারা নিজেদের ব্যবসার প্রসার ঘটাতে বৃক্ষ দমন করে চলেছেন অবাধে। নিজেদের বেসরকারি সংস্থা জনপ্রিয় করতে গাছে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন দিয়ে চলেছে অবাধে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুড়ে ছাই খামারে মজুত পাকা ধান, সর্বস্বান্ত কৃষকের হাহাকার, ইচ্ছাকৃত আগুন লাগানোর অভিযোগ
তার নিজের ব্যবসার প্রসার ঘটলেও বহুবছর ধরে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা তথা জীবকূলকে অক্সিজেন দিয়ে আসা গাছপালার মৃত্যু ডেকে আনছে বলে অভিযোগ পরিবেশবিদদের। পরিবেশবিদের দাবি, গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, যা সমস্ত প্রাণীকুলের শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য। একথা কারও অজানা নয়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছপালা কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিজেন ত্যাগ করে। যার ফলে অসংখ্য প্রাণী ও পাখির আবাসস্থল-সহ জীবজগতে একমাত্র নির্ভরশীল হল গাছপালা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতার খুব কাছেই পিকনিকের সেরা ঠিকানা, মাত্র ৬০০ টাকায় দুর্দান্ত স্পট, সারা বছরের ক্লান্তি ঝেড়ে আসুন প্রকৃতির কোলে
এছাড়াও খাদ্য, ওষুধ, কাঠ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণের উৎস হল গাছ। সেই জন্যই “একটি গাছ একটি প্রাণ” এই স্লোগানটি আমাদের গাছ লাগাতে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে অনুপ্রাণিত করে। উল্লেখ্য, দুর্গাপুর শিল্পাঞ্চলে সুশিক্ষিত মানুষের বসবাস। পাশাপাশি সংস্কৃতি প্রিয় ও প্রকৃতি প্রেমিকদের বসবাস। যার কারণে শিল্পাঞ্চল হলেও দুর্গাপুর “গ্রীন সিটি” মতো খ্যাতি লাভ করেছে। কিন্তু এই “গ্রীন সিটি” তে বসবাসকারী কিছু অসাধু ও অসচেতন মানুষ নিজ স্বার্থে গাছের ক্ষতি করে চলেছে বিজ্ঞাপন দিয়ে। নির্দ্বিধায় গাছে পেরেক ঠুকে লাগাচ্ছে বড় বড় হোডিং, ব্যানার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমনই দাবি প্রকৃতি প্রেমী তথা পরিবেশবিদদের। তাঁরা বহুবার উদ্যোগ নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সমস্ত ব্যানার খুলে দিয়েছেন। তা সত্ত্বেও অসচেতন মানুষদের টনক নড়ে না। শহরবাসীর কাছে তাঁদের আবেদন, গাছের ক্ষতি করা থেকে সকলকে বিরত থাকতে হবে এবং প্রতিটি সচেতন মানুষকে সেই সমস্ত অসচেতন ব্যক্তিদের সচেতন করার দায়িত্ব গ্রহণ করতে হবে। তবেই দুর্গাপুর শিল্পাঞ্চল আরও সবুজ হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাছের গায়ে পেরেক পুঁতে ঝুলছে ব্যানার, বিজ্ঞাপন! অসাধু ব্যবসায়ীদের অসচেতনতায় ঝুঁকির মুখে অদূর ভবিষ্যৎ, আর কবে ফিরবে হুঁশ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement