Offbeat Picnic Spot: কলকাতার খুব কাছেই পিকনিকের সেরা ঠিকানা, মাত্র ৬০০ টাকায় দুর্দান্ত স্পট, সারা বছরের ক্লান্তি ঝেড়ে আসুন প্রকৃতির কোলে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas Offbeat Picnic Spot: কলকাতার খুব কাছেই পিকনিক স্পট খুঁজছেন? তাহলে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার কঙ্কনা বিনোদন পার্ক আপনার জন্য সেরা ঠিকানা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তা ও পরিষেবার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। পর্যাপ্ত সাফাই কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, শীতের মরশুমে এই ধরণের ভিড় এলাকা অর্থনীতির পক্ষেও ইতিবাচক। পার্ক সংলগ্ন দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে। সব মিলিয়ে শীতের শুরুতেই গোবরডাঙার কঙ্কনা বিনোদন পার্ক যেন পরিণত হয়েছে আনন্দ ও উৎসবের মিলনকেন্দ্রে।









