এছাড়াও বর্ষাকাল কিংবা অন্যান্য সব হয় চিকিৎসার প্রয়োজনে রোগীকে দ্রুত স্থানান্তর করতে হলে সমস্যায় পড়ে এই এলাকার বাসিন্দারা। কেননা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এই রাস্তায়। প্রশাসনকে বারবার জানিও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার এলাকাবাসী নিজেরাই নিজেদের মধ্যে চাঁদা তুলে এই রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুনঃ চিত্রকরদের আঁকা পট ও রচনা করা গানের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা
advertisement
রাস্তা মেরামতের কাজ চলছে। রাস্তায় মেরামতের জন্য ইট, বোল্ডার, ব্যটস ফেলে রাস্তা মেরামতের কাজ করছে এলাকাবাসী। এলাকাবাসীর ক্ষোভ গিয়ে পড়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ওপর।
আরও পড়ুনঃ বর্তমান সময়ে জমি জরিপ বা আমিনী শিখে সহজেই স্বনির্ভর হওয়া যায়
এক এলাকাবাসীর কথায়, 'দীর্ঘদিন থেকেই রাস্তার বেহাল প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এ বিষয়ে ওয়াকিবহাল। তবুও সবকিছু দেখেশুনে না দেখার ভান করছে। তাই আমরা বাধ্য হয়েছি নিজেদের রাস্তা নিজেরাই মেরামত করার।'
Saikat Shee