রোগীর পরিবারের সূত্রে জানা যায়। পেশায় ভ্যানচালক বছর ছাপান্নর সুকুমার সিং রবিবার বিকেলের পর ছেলের স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। সন্ধ্যে ৬ টা নাগাদ বাড়ি ফেরার পথে স্কুটির সামনে কুকুর পড়ে যাওয়ায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় স্কুটির কিক স্টার্ট দেওয়ার প্যাডেল তাঁর বাম পায়ের পাতা এফোঁড় ওফোঁড় করে ঢুকে যায়। স্থানীয়রা ওই প্যাডেল গাড়ি থেকে কেটে তাকে উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভ অভিভাবকদের
পায়ে লোহার রডের মত গাড়ির প্যাডেল অংশ গেঁথে থাকা অবস্থায় নিয়ে আসে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। জরুরী বিভাগে চিকিৎসকরা দেখে স্থানান্তরিত করে অস্থি বিভাগে। কারণ ওই দুর্ঘটনায় পায়ের পাতার হাড় সহ শিরা ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন ছাড়া রোগীকে বাঁচান সম্ভব নয়। অস্থি বিভাগের ডাক্তার শিব শঙ্কর দে এর নেতৃত্বে একটি দল গঠিত হয় অপারেশনের জন্য।
আরও পড়ুনঃ সকাল সকাল অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে রোগী হাসপাতালে ভর্তি। চিকিৎসক শিব শংকর দে জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া রোগীকে বাঁচানোর উপায় ছিল না। জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করাহয়। পায়ের পাতার একটি হাড় ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে ওই লোহার রড বের করা হয়েছে। বর্তমানে রোগী সুস্থ। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে হেঁটে চলার ক্ষেত্রে অসুবিধা হবে না।
Saikat Shee