Purba Medinipur News: সকাল সকাল অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হলদিয়ায়। হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় অজ্ঞাত পরিচয় একটি মৃতদেহ উদ্ধার। দুর্গাচক স্টেশনের পাশে কচুরিপানা ভর্তি জলাশয় থেকে উদ্ধার মধ্যবয়স্ক এক মৃতদেহ। সকালে দুর্গাচক থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
#হলদিয়া : অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হলদিয়ায়। হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় অজ্ঞাত পরিচয় একটি মৃতদেহ উদ্ধার। দুর্গাচক স্টেশনের পাশে কচুরিপানা ভর্তি জলাশয় থেকে উদ্ধার মধ্যবয়স্ক এক মৃতদেহ। সকালে দুর্গাচক থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পুলিশ জলাশয় থেকে মৃতদেহটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মৃতদেহটি অন্তত পাঁচ দিন আগের হবে। মৃতদেহটি পচে গেছে। মৃতদেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহটির পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
হলদিয়া দুর্গাচক রেলস্টেশনের পাশে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন এখান থেকে ট্রেনে করে বহু মানুষ আছেন হলদিয়া শিল্পাঞ্চল শহরের বিভিন্ন কারখানায় কাজের উদ্দেশ্য। দুর্গাচক রেলস্টেশনের পাশে জলাশয়ে অজ্ঞাত পরিচয় মৃতদেহ এল কোথা থেকে তা নিয়ে ধন্দে পুলিশ। দুর্গাচক থানার পুলিশ ঐ অজ্ঞাত পরিচয় মৃতদের সঠিক পরিচয় জানতে তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায় ওই মৃতদের পরিচয় জানতে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকালে এলাকায় তীব্র পচা গন্ধে মানুষের কৌতুহল জন্মায়। এলাকাবাসীরাই দুর্গাচক রেলস্টেশনের পাশের জলাশয়ে দেখতে পায়। এলাকাবাসীরাই দুর্গাচক থানায় খবর পাঠায়। তারপর দুর্গাচক থানার পুলিশ আসে। জলাশয় নেমে ওই অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে ময়না তদন্তের জন্য পুলিশ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কোথা থেকে মৃতদেহ জলাশয় এল তাও জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 06, 2022 1:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: সকাল সকাল অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়