Purba Medinipur News: দুর্ঘটনায় পায়ের পাতা এফোঁড় ওফোঁড়! সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের হল রড

Last Updated:

অস্ত্রপচার ছাড়া জীবণ বাঁচান সম্ভব নয়। তাই জরুরী ভিত্তিতে অপারেশন করে এক ব্যক্তির প্রাণ বাঁচাল তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অস্থি বিভাগ। রবিবার রাতে জরুরী ভিত্তিতে অপারেশন হয়।

+
Purba

Purba Medinipur District hospital 

#তমলুক : অস্ত্রপচার ছাড়া জীবণ বাঁচান সম্ভব নয়। তাই জরুরী ভিত্তিতে অপারেশন করে এক ব্যক্তির প্রাণ বাঁচাল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অস্থি বিভাগ। রবিবার রাতে জরুরী ভিত্তিতে অপারেশন হয়। তমলুক শহরের অদূরে আমগেছিয়া গ্রামের বাসিন্দা সুকুমার সিং এর পায়ে দুর্ঘটনা বশত রড ঢুকে যায়। সেই অবস্থায় নিয়ে আসা হয় গভার্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। দীর্ঘক্ষণ রক্তক্ষরণে সংজ্ঞাহীন হন রোগী। রক্তক্ষরণ আটকাতে অস্ত্রপচার ছিল জরুরি। অস্ত্রপচার করে প্রাণ বাঁচান হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর দে সহ ডাক্তারদের টিম।
রোগীর পরিবারের সূত্রে জানা যায়। পেশায় ভ্যানচালক বছর ছাপান্নর সুকুমার সিং রবিবার বিকেলের পর ছেলের স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। সন্ধ্যে ৬ টা নাগাদ বাড়ি ফেরার পথে স্কুটির সামনে কুকুর পড়ে যাওয়ায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় স্কুটির কিক স্টার্ট দেওয়ার প্যাডেল তাঁর বাম পায়ের পাতা এফোঁড় ওফোঁড় করে ঢুকে যায়। স্থানীয়রা ওই প্যাডেল গাড়ি থেকে কেটে তাকে উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভ অভিভাবকদের
পায়ে লোহার রডের মত গাড়ির প্যাডেল অংশ গেঁথে থাকা অবস্থায় নিয়ে আসে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। জরুরী বিভাগে চিকিৎসকরা দেখে স্থানান্তরিত করে অস্থি বিভাগে। কারণ ওই দুর্ঘটনায় পায়ের পাতার হাড় সহ শিরা ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন ছাড়া রোগীকে বাঁচান সম্ভব নয়। অস্থি বিভাগের ডাক্তার শিব শঙ্কর দে এর নেতৃত্বে একটি দল গঠিত হয় অপারেশনের জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকাল সকাল অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে রোগী হাসপাতালে ভর্তি। চিকিৎসক শিব শংকর দে জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া রোগীকে বাঁচানোর উপায় ছিল না। জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করাহয়। পায়ের পাতার একটি হাড় ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে ওই লোহার রড বের করা হয়েছে। বর্তমানে রোগী সুস্থ। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে হেঁটে চলার ক্ষেত্রে অসুবিধা হবে না।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দুর্ঘটনায় পায়ের পাতা এফোঁড় ওফোঁড়! সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের হল রড
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement