আগামী সোমবারই ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিকরা শিলিগুড়িতে স্থিত রায়মাটাং চা বাগান মালিকের বাড়ি ঘেরাও করবেন। রায়মাটাং চা বাগানের সব শ্রমিকরি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত ১১ অক্টোবর শ্রমিকদের বেতন, বোনাস প্রদান না করেই বাগান বন্ধ করে চলে যায় রায়মাটাং চা বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
advertisement
গত ২১ অক্টোবর রায়মাটাং চা বাগানের শ্রমিকরা শিলিগুড়িতে স্থিত রায়মাটাং চা বাগানের মালিক শ্যাম সুন্দর গোয়েলের বাসস্থান ঘেরাও করেছিলেন। সে সময় আশ্বাস মিলেছিল দশমীর পর দেওয়া হবে বকেয়া টাকা। কিন্তু মালিকপক্ষ রাখেননি কথা। বাগান শ্রমিক রাজকুমার ভুজেল জানান, “আমাদের কাছ থেকে উৎসবের আনন্দ কেড়ে নিয়েছে মালিকপক্ষ। এমন নির্দয়ী হয় মানুষ। আমাদের জানা ছিল না। বাগানের নেপালি সম্প্রদায়ের মানুষেরা দঁসাই পালন করছেন না। টিকা এখনও পড়েননি কেউ নিজেদের কপালে। আমরা আমাদের হিসেবের টাকা চাই। তার জন্য আমরা আন্দোলনের সব রাস্তায় হাঁটতে রাজি।”
আরও পড়ুন: পুজো মিটতেই এবার বড় পরিকল্পনা তৃণমূলের, সব নজর ১ তারিখের দিকে!
নেপালি সম্প্রদায়ের মানুষের কাছে দঁসাই উৎসব মানেই ঘরে অতিথিদের আগমন। ঘরে হরেক রকমের পদ তৈরি করা। জমিয়ে খাওয়ার পাশাপাশি টিকা এঁকে দেওয়া একে অপরের কপালে। বন্ধ বাগানে এবারে এই উৎসব পালন হচ্ছে না। এদিকে বাগান কর্তৃপক্ষ বোনাস ও বেতন কবে দেওয়া হবে সেই বিষয়ে মুখ খুলছেন না। বিপাকে শ্রমিকরা। আবারও মালিকের বাড়ি ঘেরাও করে নিজেদের প্রাপ্য নিয়ে বাগানে ফেরার অঙ্গীকার করেছেন তাঁরা।
Annanya Dey