Indigo Update: টিকিটের দাম বাবদ ৬১০ কোটি টাকা ফেরাল ইন্ডিগো! পরিষেবা অনেকটাই স্বাভাবিক, দাবি সংস্থার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আজ সারাদিনে ১৬৫০টি উড়ান চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্ডিগো৷ সংস্থার মোট উড়ানের ৭৫ শতাংশই সময়ে ছেড়েছে বলে দাবি করা হয়েছে৷
কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশ ছিল, রবিবার রাত ৮টার মধ্যে বাতিল হওয়া সমস্ত উড়ানের টিকিটের দাম ফেরত দিতে হবে ইন্ডিগো-কে৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধে পর্যন্ত বাতিল হওয়া উড়ানের টিকিটের মূল্য বাবদ ৬১০ কোটি টাকাফেরত দিয়েছে ইন্ডিগো৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে জমে থাকা মালপত্রও দ্রুত যাত্রীদের কাছে ফেরানোর কাজ চলছে৷ পাশাপাশি, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত উড়ান বাতিল হলে যাত্রীদের থেকে ক্যানসেলেশন অথবা রিশিডিউলিং চার্জ আদায় করা হবে না বলে এ দিনও ফের জানিয়েছে ইন্ডিগো৷
ইন্ডিগো-র পক্ষ থেকে এ দিন দাবি করা হয়েছে, গত কয়েক দিনের তুলনায় আজ তাদের পরিষেবায় অনেকটাই উন্নতি হয়েছে৷ পরিষেবা স্বাভাবিক করতে কর্মীরাও চব্বিশ ঘণ্টা কাজ করছেন৷ আজ সারাদিনে ১৬৫০টি উড়ান চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্ডিগো৷ সংস্থার মোট উড়ানের ৭৫ শতাংশই সময়ে ছেড়েছে বলে দাবি করা হয়েছে৷ যে ১৩৮টি বিমানবন্দরে ইন্ডিগো পরিষেবা দেয়, তার মধ্যে ১৩৭টি থেকেই ফের পরিষেবা শুরু করা গিয়েছে বলে দাবি করা হচ্ছে৷ তবে এ দিনও সংস্থার ৫০০ উড়ান বাতিল হয়েছে৷ ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না৷
advertisement
ইন্ডিগো-র এই বিভ্রাট দ্রুত কাটাতে হস্তক্ষেপ করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ যাত্রী হয়রানি কমাতে সংস্থাকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়৷ তার মধ্যে অন্যতম ছিল দ্রুত টিকিটের দাম এবং যাত্রীদের মালপত্র ফেরত দেওয়া৷ একই সঙ্গে ইন্ডিগো-র সিইও-কেও শো কজ করেছে ডিজিসিএ৷ ইন্ডিগো-র সিইও সহ বেসরকারি এই বিমাসংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও ভাবছে কেন্দ্র৷
advertisement
advertisement
গত চার দিন ধরে গোটা দেশের বিমান পরিষেবায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এ দিন সেই তুলনায় পরিষেবা অনেকটাই স্বাভাবিক করা গিয়েছে৷ ইন্ডিগো যেমন ধীরে ধীরে ছন্দে ফিরছে, অন্যান্য বেসরকারি বিমান সংস্থাগুলিও মসৃণভাবে পরিষেবা দিচ্ছে৷ ফলে যাত্রী হয়রানিও অনেকটা কমানো সম্ভব হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2025 8:22 PM IST

