Goa Night Club Fire Death: গোয়ার নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বাগডোগরার সুভাষের, একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার

Last Updated:

Goa Night Club Fire Death: দুই বছর আগে শেফের কাজ শেখার উদ্দেশ্যে গোয়ায় পাড়ি দিয়েছিলেন তিনি। কাজের পাশাপাশি পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন এই তরুণ।

সুভাষ ছেত্রী
সুভাষ ছেত্রী
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: গোয়ার এক নাইটক্লাবে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারাল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রী। ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন দার্জিলিং জেলার বাগডোগরা বানুরছাট এলাকার সুভাষও। দুই বছর আগে শেফের কাজ শেখার উদ্দেশ্যে গোয়ায় পাড়ি দিয়েছিলেন তিনি। কাজের পাশাপাশি পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন এই তরুণ।
ঘটনার রাতে ওই নাইটক্লাবেই কর্মরত ছিলেন সুভাষ। বিস্ফোরণের খবর বাড়িতে পৌঁছনো মাত্র ভেঙে পড়েছেন তাঁর মা টঙ্কা মায়া ছেত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। প্রতিবেশীরাও জানিয়েছেন, ছোট থেকেই সংসারের দায় কাঁধে তুলে নিয়েছিল সুভাষ। তাই এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
আরও পড়ুন: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
অপরদিকে, সুভাষের দিদি ঊর্মিলা ছেত্রী জানিয়েছেন, প্রথমে টিভির মাধ্যমে তাঁরা জানতে পারেন ভাই গুরুতর আহত হয়েছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, বিস্ফোরণেই মৃত্যু হয়েছে সুভাষের। ভগ্নকণ্ঠে তিনি বলেন, “মায়ের একমাত্র ভরসা ছিল ভাই। এখন আমরা কীভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না।”
advertisement
advertisement
আরও পড়ুন: মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঊর্মিলা। তাঁর অভিযোগ, যে নাইট ক্লাবে সুভাষ কাজ করত সেখানে ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। নিরাপত্তার বড়সড় গাফিলতিই এই বিপর্যয়ের কারণ বলে দাবি তাঁর। তিনি আরও জানান, ক্লাব কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও গাফিলতিই এত বড় মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দিয়েছে।
advertisement
পরিবারের তরফে সরকারের কাছে অনুরোধ, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক। পাশাপাশি, মৃতদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তাও চেয়েছেন তাঁরা। বাগডোগরার তরুণ সুভাষের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Goa Night Club Fire Death: গোয়ার নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বাগডোগরার সুভাষের, একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার
Next Article
advertisement
Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
  • শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী

  • তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়।

  • এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট।

VIEW MORE
advertisement
advertisement