সাদা টয়োটা ফরচুনার...! প্রোটোকল ভেঙে হঠাৎ এক গাড়িতে মোদি-পুতিন, দিল্লি বিমানবন্দরে 'অভূতপূর্ব' অভ্যর্থনা রুশ প্রেসিডেন্টের

Last Updated:
Modi Putin Share Ride: ভারত সফরে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে শুরু থেকেই তাঁর অভ্যর্থনায় ছিল চমকের পর চমক। রীতিমতো চিরাচরিত প্রোটোকল ভেঙেই দিল্লি বিমানবন্দরে আকস্মিক ভাবে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানালেন মোদি নিজেই। শুধু তাই নয়, রীতিমতো প্রটোকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এদিন একই গাড়িতে চড়েই দুই দেশের রাষ্ট্রপ্রধান পৌঁছন প্রধানমন্ত্রী মোদির বাসভবনে।
1/7
ভারত সফরে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে শুরু থেকেই তাঁর অভ্যর্থনায় ছিল চমকের পর চমক। রীতিমতো চিরাচরিত প্রোটোকল ভেঙেই দিল্লি বিমানবন্দরে আকস্মিক ভাবে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানালেন মোদি নিজেই। শুধু তাই নয়, রীতিমতো প্রটোকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এদিন একই গাড়িতে চড়েই দুই দেশের রাষ্ট্রপ্রধান পৌঁছন প্রধানমন্ত্রী মোদির বাসভবনে।
ভারত সফরে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে শুরু থেকেই তাঁর অভ্যর্থনায় ছিল চমকের পর চমক। রীতিমতো চিরাচরিত প্রোটোকল ভেঙেই দিল্লি বিমানবন্দরে আকস্মিক ভাবে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানালেন মোদি নিজেই। শুধু তাই নয়, রীতিমতো প্রটোকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এদিন একই গাড়িতে চড়েই দুই দেশের রাষ্ট্রপ্রধান পৌঁছন প্রধানমন্ত্রী মোদির বাসভবনে।
advertisement
2/7
সাধারণত, অন্য কোনও দেশের নেতা ভারতে এলে তাঁকে সাধারণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রকের উচ্চ পদস্থ কোনও প্রতিনিধি। এক্ষেত্রে, দুই রাষ্ট্র নেতার ভিন্ন গাড়িতেই যাওয়ারই রেওয়াজ। তবে এক্ষেত্রে পুতিনকে নিজের গাড়িতে নিয়েই রওনা দেন প্রধানমন্ত্রী। এই বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
সাধারণত, অন্য কোনও দেশের নেতা ভারতে এলে তাঁকে সাধারণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রকের উচ্চ পদস্থ কোনও প্রতিনিধি। এক্ষেত্রে, দুই রাষ্ট্র নেতার ভিন্ন গাড়িতেই যাওয়ারই রেওয়াজ। তবে এক্ষেত্রে পুতিনকে নিজের গাড়িতে নিয়েই রওনা দেন প্রধানমন্ত্রী। এই বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
advertisement
3/7
উভয় নেতাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের অংশ হিসেবে একটি সাদা টয়োটা ফরচুনার গাড়িতে পিছনের সিটে একসঙ্গে বসেছিলেন পাশাপাশি। MH01EN5795 নম্বরের এই টয়োটা বাড়িতেই টারমাক থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত পথ ভ্রমণ করেছিলেন মোদি ও পুতিন। গাড়িটিতে ভারত এবং রাশিয়া উভয় দেশের পতাকা দেখা যায়।
উভয় নেতাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের অংশ হিসেবে একটি সাদা টয়োটা ফরচুনার গাড়িতে পিছনের সিটে একসঙ্গে বসেছিলেন পাশাপাশি। MH01EN5795 নম্বরের এই টয়োটা বাড়িতেই টারমাক থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত পথ ভ্রমণ করেছিলেন মোদি ও পুতিন। গাড়িটিতে ভারত এবং রাশিয়া উভয় দেশের পতাকা দেখা যায়।
advertisement
4/7
সাধারণত, প্রধানমন্ত্রী একটি কালো রেঞ্জ রোভার সেন্টিনেলেই ভ্রমণ করেন, কিন্তু এই অনুষ্ঠানে, তাঁকে সেই গাড়িটি ব্যবহার করতে দেখা যায়নি। 7, LKM যাওয়ার পথে দুই নেতাকে সাদা গাড়ির ভেতরে নিজেদের মধ্যে আলাপচারিতায় হালকা মেজাজে দেখা যায়।
সাধারণত, প্রধানমন্ত্রী একটি কালো রেঞ্জ রোভার সেন্টিনেলেই ভ্রমণ করেন, কিন্তু এই অনুষ্ঠানে, তাঁকে সেই গাড়িটি ব্যবহার করতে দেখা যায়নি। 7, LKM যাওয়ার পথে দুই নেতাকে সাদা গাড়ির ভেতরে নিজেদের মধ্যে আলাপচারিতায় হালকা মেজাজে দেখা যায়।
advertisement
5/7
এর আগে সূত্র মারফত খবর ছিল, রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে ‘পিএম-লেভেল প্রোটোকল’-এর বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে বিমানবন্দরে। কিন্তু, এবার সেই প্রোটোকল ভাঙলেন মোদি নিজেই।
এর আগে সূত্র মারফত খবর ছিল, রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে ‘পিএম-লেভেল প্রোটোকল’-এর বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে বিমানবন্দরে। কিন্তু, এবার সেই প্রোটোকল ভাঙলেন মোদি নিজেই।
advertisement
6/7
মোদি তাঁর X- হ্যান্ডেলে লিখেছেন,
মোদি তাঁর X- হ্যান্ডেলে লিখেছেন, "সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভারত-রাশিয়া বন্ধুত্ব।" কংগ্রেস সাংসদ শশী থারুর এটিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বর্ণনা করেছেন। নিউজ 18 ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন যে বিমানবন্দরে মোদির সফর একটি কূটনৈতিক মাইলস্টোন। প্রধানমন্ত্রী মোদি পুতিনকে রুশ ভাষায় অনূদিত ভগবদ গীতাও উপহার দিয়েছেন।
advertisement
7/7
প্রসঙ্গত, এর আগে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছিলেন পুতিন-মোদি। তখন দেখা গিয়েছিল, রুশ প্রেসিডেন্ট্রের অরাস সেনাটের সওয়ারি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এবার অবশ্য মোদির ফরচুনায় চড়লেন ভ্লাদিমির পুতিন। পিছনে পিছনে আসে রুশ প্রেসিডেন্টের অরাস সেনেটও।
প্রসঙ্গত, এর আগে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছিলেন পুতিন-মোদি। তখন দেখা গিয়েছিল, রুশ প্রেসিডেন্ট্রের অরাস সেনাটের সওয়ারি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এবার অবশ্য মোদির ফরচুনায় চড়লেন ভ্লাদিমির পুতিন। পিছনে পিছনে আসে রুশ প্রেসিডেন্টের অরাস সেনেটও।
advertisement
advertisement
advertisement