TRENDING:

Weather Alert: ৯–১২ ডিগ্রিতে নেমেছে পারদ, হাড়কাঁপানো ঠান্ডা উত্তরে, বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে? আবহাওয়ার বড় খবর

Last Updated:
Weather Alert: দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে এখনই তাপমাত্রা ৯–১২ ডিগ্রির ঘরে নামে। ভোর ও রাতে পাহাড়ি হাওয়ার দাপটে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। ডুয়ার্সের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও শীত ধীরে ধীরে জমে উঠছে। দিনভর রোদ থাকলেও সকালে কুয়াশার প্রভাব বেশি।
advertisement
1/6
৯–১২ ডিগ্রিতে নেমেছে পারদ, হাড়কাঁপানো ঠান্ডা উত্তরে, বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ জুড়ে শীতের উপস্থিতি এখন স্পষ্ট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদা সব জেলায়ই সকাল–সন্ধ্যায় ঠান্ডা ক্রমশ বাড়ছে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা আগের তুলনায় আরও নেমেছে, আর সমতলেও রাতের দিকে শীতের দাপট বেশ অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদের দেখা মিললেও ভোরের কুয়াশায় ঢেকে থাকছে বেশ কয়েকটি জেলা।
advertisement
2/6
দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে এখনই তাপমাত্রা ৯–১২ ডিগ্রির ঘরে নামে। ভোর ও রাতে পাহাড়ি হাওয়ার দাপটে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার ঘনত্বও গত কয়েক দিনে বেড়েছে, যার প্রভাবে চলাচলে সমস্যা দেখা দিয়েছে। পর্যটন মরশুম এগোতেই বাড়ছে ভিড়, কিন্তু সঙ্গে ঠান্ডা ও কুয়াশার কারণে সাবধানতার পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রশাসন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
ডুয়ার্সের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও শীত ধীরে ধীরে জমে উঠছে। দিনভর রোদ থাকলেও সকালে কুয়াশার প্রভাব বেশি। রাতের তাপমাত্রা নামছে ১৩–১৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। চা বাগান অঞ্চলে সকালের শিশিরপাত ও হালকা কুয়াশা শ্রমিকদের কাজে খানিকটা সমস্যা তৈরি করছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
কোচবিহার ও মেখলিগঞ্জ–দিনহাটার দিকে ভোরের দিকে কুয়াশা ঘন, দৃশ্যমানতা কমে আসছে। তবে দিনের তাপমাত্রা এখনও ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কৃষকদের জন্য এই আবহাওয়া সুবিধাজনক হলেও, রাতের শীত কিছু রবি-ফসলে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন কৃষি দফতরের আধিকারিকরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শীতের আমেজ স্পষ্ট। রায়গঞ্জ থেকে বালুরঘাট—সব জায়গাতেই কালেভদ্রে মেঘলা আকাশ থাকলেও মূলত শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। সকালে বাস-ট্রাক চলাচলে কুয়াশা সামান্য প্রভাব ফেলছে। স্কুলগামী ছোটদের জন্য বাড়তি উষ্ণ পোশাকের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
মালদায় দিনভর শুকনো রোদ থাকলেও রাতের দিকে বেশ ঠান্ডা নেমে আসছে। গঙ্গা ও মহানন্দা নদী সংলগ্ন এলাকায় কুয়াশা বেশি, আর আর্দ্রতার তারতম্যের কারণে শীত ভোরে তীব্র লাগে। প্রশাসনের পক্ষ থেকে নদীপরবর্তী গ্রামগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সকালে নৌযান চলাচলে সাবধানতার পরামর্শও রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Alert: ৯–১২ ডিগ্রিতে নেমেছে পারদ, হাড়কাঁপানো ঠান্ডা উত্তরে, বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে? আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল